shono
Advertisement
Paris Olympics 2024

অলিম্পিক উদ্বোধনের আগেই সুখবর, সরাসরি তিরন্দাজি কোয়ার্টার ফাইনালে ভারতের মেয়েরা

চতুর্থ স্থানে শেষ করলেন অঙ্কিতা ভকত, ভজন কউর এবং দীপিকা কুমারী।
Published By: Arpan DasPosted: 03:55 PM Jul 25, 2024Updated: 05:18 PM Jul 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকের শুরুটা দুরন্ত ছন্দে হল ভারতের জন্য। ভারতের তিরন্দাজির মেয়েরা সরাসরি ছাড়পত্র অর্জন করে নিল প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) কোয়ার্টার ফাইনালে। ১৯৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করলেন অঙ্কিতা ভকত, ভজন কউর আর দীপিকা কুমারীরা। এবং ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে বাংলার মেয়ে অঙ্কিতা শেষ করলেন ১১ নম্বরে।

Advertisement

অলিম্পিকের উদ্বোধন ২৬ জুলাই। কিন্তু তার আগেই মাঠে নেমে পড়েছেন অ্যাথলিটরা। আর শুরুতেই আর্চারিতে সাফল্য নিয়ে এলেন ভারতের মেয়েরা। যোগ্যতা অর্জন পর্বে নেমে শেষ আটের টিকিট ছিনিয়ে নিলেন ভারতের মেয়েরা। ১১টি বুলস আই এবং ৮৩টি ১০ পয়েন্ট মারেন তাঁরা। অন্যদিকে মোট ২০৪৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে শেষ করে কোরিয়া। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চিন ও মেক্সিকো। প্রথম চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে।

[আরও পড়ুন: তিন সহকারী নিয়ে মোহনবাগানে মলিনা, থাকছেন বাস্তব রায়ও]

ভারতের হয়ে সেরা ফর্মে ছিলেন অঙ্কিতা ভকত। তাঁর পয়েন্ট ৬৬৬। তিনি ১১ নম্বরে শেষ করলেও সেরা ফর্মে ছিলেন না দীপিকা কুমারী। ৬৫৯ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে শেষ করেন ভজন। এবং ৬৫৮ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে থামেন দীপিকা। ৬৯৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে শেষ করে রেকর্ড গড়েন কোরিয়ার হাইয়ন লিম। 

[আরও পড়ুন: বিতর্কে বিদ্ধ অলিম্পিক! খেলতে হাজির ধর্ষক অ্যাথলিট, সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার ফরাসি রাঁধুনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অলিম্পিকের শুরুটা দুরন্ত ছন্দে হল ভারতের জন্য।
  • ভারতের তিরন্দাজির মেয়েরা সরাসরি ছাড়পত্র অর্জন করে নিল প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে।
  • ১৯৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করলেন অঙ্কিতা ভকত, ভজন কউর আর দীপিকা কুমারীরা।
Advertisement