shono
Advertisement
Paris Olympics 2024

অলিম্পিকের মাঝেই প্যারিসে দুর্ঘটনার কবলে ভারতীয় গলফার, হাসপাতালে ভর্তি মা

পদক জয়ের লক্ষ্যে ৭ আগস্ট নামবেন তারকা গলফার।
Published By: Anwesha AdhikaryPosted: 07:46 PM Aug 01, 2024Updated: 08:06 PM Aug 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি অলিম্পিকে বারবার থাবা বসাচ্ছে বিতর্ক আর অব্যবস্থার অভিযোগ। এহেন পরিস্থিতিতে প্যারিসে দুর্ঘটনার শিকার হলেন ভারতীয় গলফার দীক্ষা ডাগর (Diksha Dagar)। গাড়ি দুর্ঘটনার তীব্রতা এতই বেশি যে হাসপাতালে ভর্তি করতে হয় দীক্ষার মাকে। অলিম্পিকে পদক জেতার স্বপ্ন নিয়ে প্যারিসে এসেছেন দীক্ষা। অলিম্পিকের শহরে এমন দুর্ঘটনার কবলে পড়লেন তিনি। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বেড়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। 

Advertisement

[আরও পড়ুন: ষষ্ঠ বিদেশি পাকা ইস্টবেঙ্গলে, ময়দানের চেনা মুখের উপরেই আস্থা রাখছে লাল-হলুদ]

জানা গিয়েছে, মেয়েকে অলিম্পিকে (Paris Olympics 2024 ) খেলতে দেখার জন্য গোটা ডাগর পরিবার প্যারিসে পৌঁছেছে। তারকা গলফারের বাবা-মা, ভাই সকলে মিলে মঙ্গলবার সন্ধ্যায় গাড়িতে চেপে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন দীক্ষাও। আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। গুরুতর আহত হন দীক্ষার মা। পিঠে চোট থাকার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে প্যারিসের হাসপাতালে। তবে দীক্ষার বাবা ও ভাইয়ের সেরকম চোট লাগেনি। সামান্য আঘাত পেয়েছেন তাঁরা। 

দুর্ঘটনার পরে ক্রীড়াপ্রেমীদের মনে দীক্ষাকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে জানা গিয়েছে, দুর্ঘটনার ধাক্কা সামলে সুস্থ রয়েছেন তারকা গলফার। আগামী ৭ আগস্ট শুরু হবে তাঁর অলিম্পিক অভিযান। সেখানে নামতে অসুবিধা হবে না দীক্ষার। উল্লেখ্য, ২০২০ টোকিও অলিম্পিকেও অংশ নিয়েছিলেন তিনি। তবে যুগ্মভাবে ৫০তম স্থানে অলিম্পিক শেষ করেন। প্যারিস থেকে পদক আনার স্বপ্ন দেখছেন ভারতীয় গলফার। তার মধ্যে দুর্ঘটনা এবং মায়ের আহত হওয়ার ঘটনায় তাঁর মানসিক জোর ধাক্কা খেতে পারে বলে অনেকের ধারণা। 

[আরও পড়ুন: ময়দান মুছল ‘শত্রুতা’! অলিম্পিক পোডিয়ামে এক সেলফিতে বন্দি দুই কোরিয়া, সঙ্গী চিনও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তারকা গলফারের বাবা-মা, ভাই সকলে মিলে মঙ্গলবার সন্ধ্যায় গাড়িতে চেপে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন দীক্ষাও।
  • তবে দীক্ষার বাবা ও ভাইয়ের সেরকম চোট লাগেনি। সামান্য আঘাত পেয়েছেন তাঁরা। 
  • দুর্ঘটনার পরে ক্রীড়াপ্রেমীদের মনে দীক্ষাকে নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে জানা গিয়েছে, দুর্ঘটনার ধাক্কা সামলে সুস্থ রয়েছেন তারকা গলফার।
Advertisement