সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকে ইতিহাস মণিকা বাত্রার (Manika Batra)। প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস তারকা হিসেবে শেষ ষোলোয় পৌঁছে গেলেন মনিকা। সেই সঙ্গে উজ্জ্বল করে তুলছেন প্যারিস অলিম্পিকে পদকের সম্ভাবনা। ফ্রান্সের প্রীতিকা পাভাদেকে ৪-০ ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়লেন দেশের প্রাক্তন ১ নম্বর প্যাডলার।
এদিন মণিকা জয় ছিনিয়ে নিলেন ৩৭ মিনিটে। ফরাসি প্রতিপক্ষকে তিনি হারালেন ১১-৯, ১১-৬, ১১-৯, ১১-৭ ব্যবধানে। প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ হবেন হংকংয়ের ঝু চেংজু ও জাপানের মিও হিরানোর মধ্যে জয়ী প্রতিযোগী। এদিন প্রথম গেমে জোরালো লড়াই করেন অলিম্পিকের (Paris Olympics 2024) ১৮তম র্যাঙ্কিংয়ে থাকা প্রীতিকা। যিনি ভারতীয় বংশোদ্ভুত। যদিও আগ্রাসী মেজাজে প্রথম সেট জিতে নেন মণিকা। দ্বিতীয় গেমে একটা সময় পর্যন্ত ফলাফল ছিল ৫-৫। সেখান থেকে টানা চার পয়েন্ট জিতে অনেকটাই এগিয়ে যান ভারতীয় তারকা। তৃতীয় ও চতুর্থ গেমে আধিপত্য বজায় রেখে ম্যাচ পকেটে পুরে নেন ২৮ তম র্যাঙ্কিংয়ে থাকা মণিকা।
[আরও পড়ুন: ভারতের জার্সিতে আর খেলবেন না বোপান্না, অলিম্পিকে হেরে সিদ্ধান্ত টেনিস তারকার]
সেই সঙ্গে গড়ে ফেলেন ইতিহাসও। তিনিই প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস তারকা, যিনি অলিম্পিকে পৌঁছে গেলেন শেষ ষোলোয়। যদিও রেকর্ড নিয়ে খুব একটা ভাবছেন না মণিকা। তাঁর লক্ষ্যটা আরও বড়। ম্যাচের পর তিনি বলেন, "আমি আপাতত নজির গড়া নিয়ে ভাবছি না। অলিম্পিকের সব ম্যাচেই নিজের সেরাটা দিতে চাই। রেকর্ড গড়তে পেরে খুশি। কিন্তু আমার মূল লক্ষ্য অলিম্পিকে সামনে যে প্রতিপক্ষ পড়ুক না কেন, তাঁকে হারানো।"
[আরও পড়ুন: শুরুতে পিছিয়েও বড় জয়, বিমানবাহিনীকে মাটি ধরিয়ে ডুরান্ডে দুরন্ত শুরু ইস্টবেঙ্গলের]
কিন্তু কোন মন্ত্রে এল সাফল্য? মণিকা জোর দিচ্ছেন অলিম্পিকের আগের প্রস্তুতিতে। তিনি বলেন, "এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত। ভারতে টেবিল টেনিস খুবই উন্নতি করছে। আমরা খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। শারীরিক ও মানসিকভাবে খুব ভালো প্রস্তুতি নিয়েছি। বড় টুর্নামেন্টে প্রতিটা পয়েন্টের জন্য ফোকাস ধরে রাখতে হয়। সেটাই মাথায় রাখছি। দেশের জন্য সেরাটা দিতে চাই।"