সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকে ভারতের পদক সংখ্যা ছিল ৭। এবার প্যারিস অলিম্পিকে সেই সংখ্যা টপকানো যায়নি। বরং একটি পদক কমে সেটি দাঁড়িয়েছে ৬-এ। মেলেনি সোনার মেডেলও। তবু অলিম্পিকের মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন ভারতের অ্যাথলিটরা। সেই প্রচেষ্টাকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি অভিনন্দন জানালেন দেশের অ্যাথলিট।
রবিবার ছিল অলিম্পিকের শেষ দিন। জমজমাট সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে উপস্থিত ছিলেন ভারতের মনু ভাকের, পিআর শ্রীজেশরাও। দুজনেই পদক জিতেছেন প্যারিসে। আবার অনেকে শূন্য হাতেই ফিরেছেন। সবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, "প্যারিস অলিম্পিক শেষের দিন আমি ভারতের প্রতিনিধিত্ব করা প্রত্যেক অ্যাথলিটের প্রশংসা করছি। প্রত্যেক অ্যাথলিটই নিজের সেরাটা দিয়েছেন এবং তাঁদের নিয়ে দেশের সবাই গর্বিত। আমাদের ক্রীড়াজগতের বীরদের আগামী প্রতিযোগিতার জন্য শুভেচ্ছা জানাই।"
[আরও পড়ুন: ভিনেশের ওজন নিয়ন্ত্রণে ভূমিকা কার? ঘুরিয়ে কুস্তিগিরের ঘাড়েই দায় চাপালেন পিটি ঊষা]
ভারতের ক্ষেত্রে যে এই অলিম্পিক খুব একটা ভালো গিয়েছে তা বলা যাবে না। চলতি অলিম্পিক থেকে মোট ৬টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা। যদিও ভিনেশ ফোগাটের রুপো পাওয়ার আবেদন এখনও ক্রীড়া আদালতে বিচারাধীন। প্যারিস অলিম্পিকে মোট পাঁচটি ব্রোঞ্জ এসেছে ভারতের ঘরে। ১০ মিটার এয়ার পিস্তলে মনু ভাকের, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে মনু এবং সরবজ্যোত সিংয়ের জুটি তৃতীয় স্থান পেয়েছে। এছাড়াও শুটিংয়ে স্বপ্নিল কুসালে, কুস্তিতে আমন শেরাওয়াত ব্রোঞ্জ পেয়েছেন। তৃতীয় স্থান পেয়েছে ভারতের হকি দলও। জ্যাভলিনে রুপো পেয়েছেন নীরজ চোপড়া।
[আরও পড়ুন: লাল-হলুদ ভক্তদের ভালোবাসা নিয়ে শহরে আনোয়ার, মঙ্গলে থাকতে পারেন ক্লাবের অনুষ্ঠানে]
টোকিও অলিম্পিক থেকে ৭টি পদক জিতেছিল ভারত। এবার সেই সংখ্যাটা কমেছে। সেখানে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবার ভারতের ঘরে কোনও সোনা আসেনি। পরের অলিম্পিক ২০২৮-এ লস অ্যাঞ্জেলসে। সেখানে আরও বেশি পদক আসবে, আশাবাদী গোটা দেশ। আগামী প্রতিযোগিতার জন্য শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রীও।