অলিম্পিকের চতুর্থ দিনে ফের পদক ভারতের। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে পদক জিতলেন ভারতের মনু ভাকের ও সরবজ্যোত সিংয়ের জুটি। ইতিহাস গড়লেন মনু। ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেঠি। তিরন্দাজিতে ভজন কউর শেষ ষোলোর টিকিট জোগাড় করলেন। বক্সিংয়ে হার মানলেন অমিত পাঙ্ঘাল। হকিতে সুখবর বয়ে আনল ভারতীয় দল।
সন্ধে ৭টা ৩৫: বক্সিংয়ে হার মানলেন ভারতের অমিত পাঙ্ঘাল। জাম্বিয়ার বক্সার শেষের দিকে ভারতীয় বক্সারকে নিয়ে রিংয়ে উপহাস করেন।
সন্ধে ৭টা: সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠি দাপট দেখালেন। পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারতের তারকা জুটি ২১-১৩,২১-১৩-এ হারান ইন্দোনেশিয়ার মহম্মদ রিয়ান এবং ফাজার আলফিয়ানকে।
সন্ধে ৬টা ৩০: হকিতে সুখবর পেল ভারত। পুল বি'র ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারাল টিম ইন্ডিয়া। দুটি গোলই করলেন হরমনপ্রীত।
সন্ধে ৬টা: তিরন্দাজিতে ভারতের ভজন কউর শেষ ষোলোয় পৌঁছেছেন।
দুপুর ৩: রোয়িংয়ে সেমিফাইনালে উঠেছেন ভারতের বলরাজ পানওয়ার। তবে সোনা বা রুপো পাবেন না তিনি। ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন বলরাজ।
দুপুর ২: ঐতিহাসিক পদক জিতেছেন মনু ভাকের। প্রথমবার অলিম্পিক পদক পেয়েছেন সরবজ্যোত সিংও। ভারতীয় জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দুপুর ১:২০ ব্রোঞ্জ জিতল ভারতীয় জুটি। ১৬-১০ পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুটিংয়ে দ্বিতীয় পদক এল ভারতে।
দুপুর ১:১৫ নবম শটেও ১০এর উপরে স্কোর ভারতীয় জুটির। ৬ পয়েন্টের ব্যবধান দুই দেশের মধ্যে। দশম শটেও ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স ভারতের। ১৪ পয়েন্ট পেয়ে গেলেন মনু-সরবজ্যোত। আর দুই পয়েন্ট পেলেই ব্রোঞ্জ ভারতের। ১১তম শটে ফের খারাপ শট ভারতীয় জুটির। ১২ তম শটে ১০.৮ স্কোর করে পয়েন্ট জিতে নিল কোরিয়া।
দুপুর ১:১০ প্রথম পাঁচ শটের পর ব্রোঞ্জ পদক নিশ্চিত ভারতের। শেষ পর্যন্ত এই ফর্ম ধরে রাখলে দ্বিতীয় পদক আসবে ভারতে। তবে ষষ্ঠ শটে মাত্র ০.৪ পয়েন্টে পিছিয়ে পড়ল ভারত। সপ্তম শটে ফের দুরন্ত কামব্যাক মনুর। ১০. ৬ পয়েন্ট পেলেন শুটার। তবে খানিক খারাপ পারফরম্যান্স সরবজ্যোতের। অষ্টম শটের পরে অবশ্য পিছিয়ে পড়ল ভারত। তবে সবমিলিয়ে এখনও চার পয়েন্টে এগিয়ে ভারতীয় জুটি। ভারত: ১০-কোরিয়া: ৬
দুপুর ১: দ্বিতীয় পদকের লক্ষ্যে নেমে পড়লেন মনু ভাকের। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নামছে ভারতীয় জুটি। প্রথম শটে খারাপ পারফরম্যান্স হলেও দ্বিতীয় শটে দুরন্ত স্কোর করেন মনু-সরবজ্যোত। তৃতীয় শটের পরেও কোরিয়ার থেকে এগিয়ে ভারতীয় জুটি। চতুর্থ শটে ১০ স্কোর করে ভারতকে এগিয়ে রাখলেন সরবজ্যোত। পঞ্চম শটে দুরন্ত শট করে ভারতকে ব্রোঞ্জের লড়াইয়ে এগিয়ে রাখলেন মনু।
অলিম্পিকে আজ ভারতের সূচি
শুটিং
পুরুষদের ট্র্যাপ ইভেন্ট (যোগ্যতা নির্ণায়ক পর্ব, দ্বিতীয় দিন): দুপুর ১২.৩০- পৃথ্বীরাজ টোন্ডাইমান
মহিলাদের ট্র্যাপ ইভেন্ট (যোগ্যতা নির্ণায়ক পর্ব): দুপুর ১২.৩০- শ্রেয়সী সিং, রাজেশ্বরী কুমারী
১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম (ব্রোঞ্জ মেডেল ম্যাচ): দুপুর ১.০০- মনু ভাকের ও সরবজ্যোত সিং
পুরুষদের ট্র্যাপ ইভেন্ট ফাইনাল (যোগ্যতা অর্জন করলে): বিকেল ৭.০০ পৃথ্বীরাজ টোন্ডাইমান
রোয়িং
পুরুষদের সিঙ্গলস স্কালস (কোয়ার্টার ফাইনাল): দুপুর ১.৪০- বলরাজ পানওয়ার
হকি
পুরুষদের পুল ‘বি’-এর ম্যাচ: বিকাল ৪.৪৫- বনাম আয়ারল্যান্ড
তিরন্দাজি
মহিলাদের ব্যক্তিগত ইভেন্ট (যোগ্যতা নির্ণায়ক পর্ব)
বিকাল ৫:১৪ অঙ্কিতা ভকত বনাম ইয়োলেটা মাইজর
বিকাল ৫: ২৭ ভজন কউর বনাম সাইফিয়া নুরাফিফা কামাল
পুরুষদের ব্যক্তিগত ইভেন্ট (যোগ্যতা নির্ণায়ক পর্ব)
রাত ৯:১৫ ধীরজ বোম্মাদেভারা বনাম অ্যাডাম লি
ব্যাডমিন্টন
পুরুষদের ডাবলস: বিকেল ৫:৩০- সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেঠি বনাম আলফিয়ান ফজর ও আরদিয়ান্তো মহম্মদ রিয়ান
মহিলাদের ডাবলস: বিকেল ৬:২০- অশ্বিনী পোনাপ্পা ও তানিশা ক্রাস্টো বনাম মপাসা সেতওয়ানা ও ইউ অ্যাঞ্জেলা
বক্সিং
পুরুষদের ৫১ কেজি (রাউন্ড অফ ১৬): সন্ধে ৭.০০ অমিত পাঙ্ঘাল বনাম প্যাট্রিক চিনইয়েম্বা
মহিলাদের ৫৭ কেজি (রাউন্ড অফ ৩২) রাত ৯. ০৮ জেসমিন বনাম নেস্থি পেটেচিও
মহিলাদের ৫৪ কেজি (রাউন্ড অফ ১৬) রাত ১.০৬ প্রীতি বনাম আরিয়াস কাস্তেন্দা