shono
Advertisement
Paris Paralympics 2024

আজ শুরু প্যারা অলিম্পিক, রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে প্যারিসে ভারত

টোকিও থেকে ১৯ পদক জিতেছিলেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা।
Published By: Anwesha AdhikaryPosted: 05:00 PM Aug 28, 2024Updated: 06:12 PM Aug 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকে ভারতের পদক-ঝুলি প্রত্যাশা মতো পূর্ণ হয়নি। নীরজ চোপড়া সোনা জিততে পারেননি। ভিনেশ ফোগাটও ফিরেছেন খালি হাতে। মনু ভাকের, আমন শেরাওয়াত বা হকি দলের পারফরম্যান্স মানরক্ষা করলেও মন ভরাতে পারেনি।

Advertisement

এবার সেই শহরেই নামতে চলেছেন আরও ৮৪ জন ভারতীয় খেলোয়াড়। এঁদের কারও একটা হাত নেই। কারও আবার দু’টো হাতই নেই! কেউ পা হারিয়েছেন দুর্ঘটনায়। কারও আবার ছোটবেলা থেকেই সঙ্গী হয়েছে ‘পোলিও’। তবে এঁরাও মনে প্রাণে অ‌্যাথলিট এক-এক জন। যাঁদের পোশাকি নাম-প‌্যারা অ‌্যাথলিট। যাঁরা মানসিক কাঠিন্যে নীরজ বা মনুদের থেকে বিন্দুমাত্র কম যান না। সেই মানসিক কাঠিন্যের প্রমাণ দিতেই প্যারিস প্যারা অলিম্পিকে নামছেন সুমিত আন্টিল-কৃষ্ণ নাগর-অবনী লেখারা-রা। সব মিলিয়ে, প‌্যারা অলিম্পিকে (Paris Paralympics 2024) ৮৪ জন প্রতিনিধি থাকছে ভারতের। যার উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার।

[আরও পড়ুন: লখনউয়ের মেন্টর জাহির খান, ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার

অলিম্পিকে পদকের বিচারে ভারত সবচেয়ে বেশি সাফল্য এসেছে টোকিওয়। প্যারা অলিম্পিকের ক্ষেত্রেও তাই। সবমিলিয়ে ১৯ পদক জিতেছিলেন মনোজ সরকার, ভাবিনা প্যাটেলরা। যার মধ্যে ছিল ৫ সোনা, ৮ রুপো এবং ৬ ব্রোঞ্জ। প্যারিসে নিজেদের কীর্তি ছাপিয়ে যেতে পারেননি পি আর শ্রীজেশ, নীরজরা। কিন্তু সুমিত-প্রমোদরা যে পদকের বিচারে অতীতকে পিছনে ফেলবেন, নিশ্চিত জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া। প্যারা অলিম্পিকে জোড়া সোনার মালিক এই জ্যাভলিন থ্রোয়ার প্যারিস দাঁড়িয়ে বলেছেন, “আশা করছি এবার আমাদের ফল আরও ভালো হবে।’’

[আরও পড়ুন: জরুরি বৈঠকে কাটল ইনভেস্টর জট, আইএসএলের আগে স্বস্তি মহামেডানে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্যারিস অলিম্পিকে ভারতের পদক-ঝুলি প্রত্যাশা মতো পূর্ণ হয়নি।
  • প‌্যারা অলিম্পিকে ৮৪ জন প্রতিনিধি থাকছে ভারতের। যার উদ্বোধনী অনুষ্ঠান আজ বুধবার।
  • অলিম্পিকে পদকের বিচারে ভারত সবচেয়ে বেশি সাফল্য এসেছে টোকিওয়। প্যারা অলিম্পিকের ক্ষেত্রেও তাই।
Advertisement