সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনু ভাকের ব্যর্থ হলেও বিশ্বকাপে সোনালি সাফল্য সিমরনপ্রীত কৌর ব্রারের (Simranpreet Kaur Brar)। রবিবার আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের ২৫ মিটার পিস্তলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সোনা জিতলেন তিনি। অন্যদিকে, অভিষেকের মঞ্চে সাফল্য পেলেন ঐশ্বর্য প্রতাপ সিং। আইএসএসএফ বিশ্বকাপে পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩-পজিশনে রুপো জিতেছেন তিনি।
দ্বিতীয় দিন দুরন্ত পারফরম্যান্সের পর ভারত এখন চিনের ঠিক পরেই। বিশ্বকাপে ভারতের পদক সংখ্যা এখন ছয়। যার মধ্যে দু'টি সোনা, তিনটি রুপো এবং একটি ব্রোঞ্জ। চিনের ঝুলিতে তিনটি সোনা, দু'টি রুপো এবং তিনটি ব্রোঞ্জ। চলতি বছরের শুরুতে লিমায় অনুষ্ঠিত বিশ্বকাপে রুপোর পদক জিতেছিলেন সিমরনপ্রীত। আর এবার দোহায় সোনা জিতলেন। ফাইনাল ফিল্ডে ৫০টা শটের মধ্যে ৪১টা শট টার্গেটে মেরে নজিরও গড়েছেন সিমরন। যা প্যারিসের জুনিয়র বিশ্বরেকর্ডের সমান। অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার ইয়াং জি-ইনের নামেও একই রয়েছে।
২১ বছর বয়সি এই শুটারের এই সাফল্যের নেপথ্যে তাঁর বাবা। যিনি তাঁর মেয়ের জন্য সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন। সোনাজয়ের পর উচ্ছ্বসিত সিমরনপ্রীত বলেন, "এই পদক আমার কেরিয়ারের সবচেয়ে বড় পদক। পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পেরেছি। আগামী বছরগুলিতে এখন আরও সাফল্য পেতে হবে। তাই অনেক কিছুর উপর মনোযোগ দিতে হবে। এই পদক আমার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে।"
ফাইনালে যোগ্যতা অর্জনকারী আরেক ভারতীয় এশা সিং সপ্তম স্থান অর্জন করেছেন। অলিম্পিকে দু'বারের পদকজয়ী মানু ভাকের যোগ্যতা অর্জনের রাউন্ডে ৫৮১ স্কোর করে নবম স্থানে শেষ করে ফাইনালে উঠতে ব্যর্থ হন। ২১ বছর বয়সি সিমরনপ্রীত যোগ্যতা অর্জনের রাউন্ডে ৫৮৫ স্কোর করে পঞ্চম স্থান পেয়েছিলেন। এশা ৫৮৫ স্কোর করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। ফাইনালে সিমরনপ্রীত হারিয়েছেন চিনের ইয়াও কিয়ানক্সুনকে। জার্মান শুটার ডোরিন ভেনেক্যাম্প ব্রোঞ্জ জিতেছেন। অন্যদিকে, ঐশ্বর্য প্রতাপ সিং চেক প্রজাতন্ত্রের জিরি প্রিভ্রাটস্কির চেয়ে মাত্র ০.৯ পয়েন্ট পিছিয়ে রুপোর পদক জিতেছেন।
