অর্ণব দাস, বারাসত: নতুন রূপে সেজে উঠছে বারাসত স্টেডিয়াম। রাজ্যের ক্রীড়াক্ষেত্রে তা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। শুক্রবার তিনি স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন। জানালেন, আগামী মাসের মধ্যেই সংস্কারের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে। সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মন্তব্য, কলকাতার অন্যতম সেরা স্টেডিয়াম হিসেবে গড়ে তোলা হবে বারাসত স্টেডিয়ামকে।
শুক্রবার নবরূপে তৈরি হওয়া বারাসত স্টেডিয়াম দেখতে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী-সহ অন্যান্যরা।তা খতিয়ে দেখার পর টুর্নামেন্ট নিয়ে আশার কথা শোনালেন অরূপ বিশ্বাস। বললেন, "এই স্টেডিয়ামকে কলকাতার অন্যতম সেরা স্টেডিয়াম করা হবে। আমরা দৃঢ় আশাবাদী, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই এই মাঠে বড় খেলা করতে পারব।"
শুক্রবারের এই পরিদর্শনে স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি স্টেডিয়াম নিয়ে একটি জরুরি বৈঠকও করেন তাঁরা। এই প্রসঙ্গে নারায়ণ গোস্বামী বলেন, "বৈঠকে বেশ কিছু কাজ বাকি থাকার তথ্য উঠে এসেছে। একটি অতিরিক্ত গেট প্রয়োজন রয়েছে। তাছাড়া ফেনসিং সহ একাধিক কাজ আমরা ২০ আগস্টের মধ্যে শেষ করব। সেই লক্ষ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে বিভিন্ন দপ্তর যৌথভাবে কাজ করবে।"
প্রসঙ্গত, বারাসতের বিদ্যাসাগর স্টেডিয়ামে কৃত্রিম ঘাস - অ্যাস্ট্রোটার্ফ বসিয়েছিল আইএফএ। তারপর এই স্টেডিয়ামে আই লিগ, কলকাতা লিগের মতো বড় টুর্নামেন্ট আয়োজিত হত। পরবর্তীতে এই কৃত্রিম ঘাসে খেলোয়াড়রা খেলতে অনিচ্ছা প্রকাশ করায় টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্টেডিয়ামে গ্যালারি, প্রেস বক্স এবং রং করা হয়েছিল ঠিকই, তবুও অ্যাস্ট্রোটার্ফ থাকায় বেশ কয়েকবছর ধরে কোনও বড় টুর্নামেন্ট আয়োজন না হওয়ায় অবহেলাতেই পরে ছিল এই স্টেডিয়ামটি। এরপর প্রায় বছর আড়াই আগে বারাসত স্টেডিয়ামকে খেলার উপযোগী করে তুলতে উদ্যোগী হয় প্রশাসন। সেই কাজ প্রায় শেষের মুখে।
