সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ নেপাল। সোশাল মিডিয়া বন্ধের প্রতিবাদে সেদেশে সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে আমজনতা। এই পরিস্থিতিতে নেপালে লিগ আয়োজন করতে গিয়ে আটকে পড়েছিলেন ভারতীয় ভলিবল খেলোয়াড় উপাসনা। তাঁকে যেন সুষ্ঠুভাবে উদ্ধার করা হয়, সেই আর্জি জানিয়ে তিনি সোশাল মিডিয়ায় ভিডিও বার্তা পোস্ট করেছেন। ভারতীয় দূতাবাসের কাছে তিনি সাহায্য চেয়েছিলেন। তাঁর সেই ভিডিও বার্তা ভাইরাল হয়। এরপর যুদ্ধকালীন তৎপরতায় উপাসনা-সহ নেপালে আটকে পড়া ভলিবল দলকে উদ্ধার করেছে কাঠমাণ্ডুর ভারতীয় দূতাবাস।
ভারতীয় দূতাবাসের এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা ভলিবল দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের নিরাপদ জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করেছে। জানা গিয়েছে, ভলিবল দলের বেশিরভাগ খেলোয়াড়ই দেশে ফিরে এসেছেন। বাকিদেরও দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিওয় উপাসনা গিলকে বলতে শোনা গিয়েছিল, "ভারতীয় দূতাবাসের কাছে সাহায্যের কাতর আর্জি জানাচ্ছি আমি। অন্য কেউ যদি আমাদের সাহায্য করতে পারেন, তাঁদের কাছেও আর্তি রইল। দয়া করে সাহায্য করুন। এখন পোখরায় রয়েছি আমরা।” জানা গিয়েছিল, যে হোটেলে উপাসনারা ছিলেন, মঙ্গলবার সেখানেই হামলা চালিয়েছিল প্রতিবাদীরা। কোনওরকম প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছেন তিনি। ভিডিওয় বার্তা দেওয়ার সময় কাঁদতেও দেখা গিয়েছিল উপাসনাকে।
একটি ভলিবল লিগ আয়োজন করতে নেপালে গিয়েছিলেন উপাসনা। যে হোটেলে তাঁরা ছিলেন, তা পুড়িয়ে দেওয়া হয়েছিল। সমস্ত লাগেজ, প্রয়োজনীয় জিনিসপত্র ভিতরে ছিল। সেই সময় স্পাতে ছিলাম। হঠাৎই বিক্ষুব্ধ জনতা বড় বড় লাঠি নিয়ে তাঁকে ধাওয়া করে। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে পালিয়েছিলেন উপাসনা।
