সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকলের নজর ছিল নীরজ চোপড়ার দিকে। কিন্তু প্রচারের আড়াল থেকে নজর কেড়ে নিয়েছেন তিনি। নীরজের ব্যর্থতায় হতাশ দেশবাসীর মনে পদকজয়ের আশা জাগিয়েছিলেন। মাত্র ৫০ সেন্টিমিটারের জন্য এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক হাতছাড়া হল তাঁর। কিন্তু ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মনে দাগ কেটেছেন তিনি-শচীন যাদব।
উত্তরপ্রদেশের ভূমিপুত্র শচীন লাইমলাইটে আসেন চলতি বছর দেরাদুনের ন্যাশনাল গেমসে সোনা জিতে। ৮৪ মিটারেরও বেশি থ্রো করেন তিনি। তারপর চলতি বছরের এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন। নীরজ চোপড়া ক্লাসিকেও নেমেছিলেন, কিন্তু চতুর্থ স্থানে প্রতিযোগিতা শেষ করেন শচীন। তবে ৬ ফুট ৫ ইঞ্চির 'দৈত্য' যে আগামী দিনে ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের উজ্জ্বল তারকা হতে চলেছেন, এমনটা আন্দাজ করেছিল ভারতীয় ক্রীড়ামহল।
চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে নীরজের সঙ্গে একই গ্রুপে ছিলেন শচীন। সরাসরি যোগ্যতা অর্জন পর্ব থেকে ফাইনালে উঠতে পারেননি তিনি। তবে ৮৩.৬৭ মিটার ছুড়ে সেরা ১২ জনের তালিকায় জায়গা করে নেন শচীন। আত্মবিশ্বাসী হয়েই ফাইনালে নামেন তিনি। নীরজ চোপড়া, আরশাদ নাদিমের মতো অলিম্পিক পদকজয়ীরা যেখানে চূড়ান্ত পর্ব পর্যন্ত যেতেই পারেননি, সেখানে শচীনকে ঘিরে শেষ রাউন্ড পর্যন্ত পদকের প্রত্যাশা ছিল। মাত্র ৫০ সেন্টিমিটারের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয় ২৫ বছর বয়সি তারকার।
এদিন নিজের প্রথম থ্রোতেই ৮৬.২৭ মিটার ছোড়েন শচীন, যা তাঁর জীবনের সেরা পারফরম্যান্স। তারপর লাগাতার ৮৫ মিটারের ধারেকাছে থ্রো করেছেন শচীন। কোনওটা ৮৫ মিটার পেরিয়েছে, কোনওটা আবার সামান্য দূরত্বের জন্য ৮৫ মিটার পেরয়নি। তবে চতুর্থ স্থানে শেষ করে ভারতীয় ক্রীড়ামহলে হইচই ফেলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ করে বেড়ে ওঠা ২৫ বছর বয়সি এই অ্যাথলিট।
