সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ঝড় তুলেছে 'ধুরন্ধর' (Dhurandhar)। নানান বাধাবিপত্তি, আইনি জটিলতা, বিতর্ক পেরিয়ে শুক্রবার মুক্তি পেয়েছে স্পাই অ্যাকশন থ্রিলার। এ বছরের বক্স অফিস নম্বরের নিরিখে ওপেনিং ইনিংসে ছক্কা হাঁকিয়েছে এই ছবি। সেই সিনেমায় অক্ষয় খান্নার দমকা এন্ট্রি স্টেপে মুগ্ধ ব্যাডমিন্টন কিংবদন্তি সাইনা নেহওয়াল (Saina Nehwal)।
সাইনা এখন ভাইরাল হওয়া ট্র্যাক FA9LA-এ মজেছেন। এই গান শুনেই তিনি ক্ষান্ত হননি। বরং অক্ষয় খান্নার এন্ট্রি স্টেপ দেখে হবহু নকল করার চেষ্টা করেছেন। এখানেই শেষ নয়। সোশাল মিডিয়ায় তিনি যে রিল পোস্ট করেছেন, সেখানে যাবতীয় আকর্ষণ কেড়ে নিয়েছেন তাঁর বাবা হরবীর সিং নেহওয়াল। রিল পোস্ট করে সাইনা ক্যাপশনে লেখেন, 'যখন তুমি অক্ষয় খান্নার ভক্ত। আর বাবা বিনোদ খান্নার ভক্ত।'
ভিডিওয় দেখা যাচ্ছে, সাইনাকে অক্ষয় খান্নার এন্ট্রির অনুকরণ করতে। একই সঙ্গে তাঁর বাবা হরবীর সিং নেহওয়াল বিনোদ খান্নার স্টাইল নকল করে তাঁর স্মৃতি ফিরিয়েছেন। উল্লেখ্য, 'ধুরন্ধর'-এর টিজার-ট্রেলার দেখেই দর্শকমহলের কৌতূহলের পারদ চড়েছিল। সেই উন্মাদনার টানেই অগ্রিম বুকিংয়েও রীতিমতো ঝড় ওঠে। যা দেখে সিনেবিশেষজ্ঞরাও বক্স অফিসের 'ঝকঝকে মার্কশিটে'র ভবিষ্যদ্বাণী করেছিলেন। আর সেই স্রোতে গা ভাসিয়েছেন অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা।
শুক্রবার দেশজুড়ে পাঁচ হাজার স্ক্রিনে মুক্তি পায় ‘ধুরন্ধর’। যে প্রত্যাশা ছিল, তা দারুণভাবে পূর্ণ হয়েছে বলাই যায়। পয়লা দিনেই দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিল রণবীর সিংয়ের পারফরম্যান্স। পাশাপাশি ততোধিক চর্চা অক্ষয় খান্না এবং আর মাধবনের অভিনয় নিয়েও। আর সেই ‘ওয়ার্ড অফ মাউথ’-এ ভর করেই ছবিটি বক্স অফিসে ঝড় অব্যাহত রেখেছে। লাফিয়ে বাড়ছে উপার্জন। আর এহেন পরিস্থিতিতে মাতলেন সাইনা নেহওয়ালের মতো ব্যাডমিন্টন তারকাও।
