অভিষেক চৌধুরী, কালনা: চলতি বছরে বিশ্বে সর্বকনিষ্ঠ ও দ্রুততম মহিলা সাঁতারু হিসাবে ‘দ্য স্ট্রেইট অফ জিব্রাল্টার’ পার করার খেতাব অর্জন করলেন কালনার ষষ্ঠ সিন্ধু জয়ী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সাঁতারু সায়নী দাস। ‘উইদআউট ওয়েটস্যুট’ (চ্যানেলের জলে সাঁতারুদের শরীর গরম রাখে এমন পোশাক ছাড়া) ক্যাটাগরিতে পুরুষ বিভাগে জার্মানির এক সাঁতারু প্রথম স্থান অধিকার করেছেন। পাশাপাশি ২০২৫ সালের মহিলা বিভাগে সায়নীর প্রথম স্থান অর্জনের সম্মান করেছেন। ফলে বলার অপেক্ষা রাখে না যে, বাংলা তথা ভারতের মুকুটে আরও একটি নতুন পালক যোগ হল। দুদিন আগে ওই সংস্থার পক্ষ থেকে সেশনের সেরাদের রেকর্ডের সেই তালিকা তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ই এপ্রিল স্পেনের জিব্রাল্টার প্রণালী জয় করে এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসাবে নতুন রেকর্ড গড়েন কালনার বারুইপাড়ার ২৬ বছর বয়সী সায়নী দাস। সেই জিব্রাল্টার জয়েই আরও এক নতুন ইতিহাস তৈরি করলেন সায়নী। সবথেকে কম বয়সি ও অতি দ্রুতগামী মহিলা সাঁতারু হিসাবে সায়নীর এই জয়ের কথা স্ট্রেইট অফ জিব্রাল্টার সুইমিং অ্যাসোসিয়েশন দু-দিন আগেই তুলে ধরে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই সেশনে মাত্র ৩ ঘন্টা ৫১ মিনিটে ১৫.২ কিমি ভয়াল ভয়ঙ্কর জিব্রাল্টার জয় করেন তিনি। ওয়েটস্যুট ছাড়া ক্যাটাগরির মহিলা বিভাগে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১৬ জন মহিলা সাঁতারু এই চ্যানেলে নামেন। তার মধ্যে সেরা হন সায়নী দাস। তিনি আরও একবার ইতিহাস তৈরি করায় স্বাভাবিক কারণেই খুশি ক্রীড়াপ্রেমীরা। নেটিজেনদের সংবর্ধনায় ভাসছেন তিনি। সায়নী বলেন, “নতুন এই রেকর্ডে একজন ভারতীয় হিসাবে আমি গর্বিত। সপ্তসিন্ধুর শেষ সিন্ধু জয়ের লক্ষ্যে জাপানের সুগারু চ্যানেলে নামার আগে নতুন এই রেকর্ড আমার মনোবলকে আরও বাড়িয়ে দিল।”
