shono
Advertisement
Manju Bala

ডোপিং নিয়ে কড়া সিদ্ধান্ত, সাসপেন্ড এশিয়ান গেমসে পদকজয়ী-সহ একাধিক অ্যাথলিট

রেয়াত পেলেন না হ্যামার থ্রোয়ার, বডিবিল্ডার, বক্সার কেউই।
Published By: Prasenjit DuttaPosted: 05:03 PM Nov 12, 2025Updated: 05:03 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হল ইনচিয়ন এশিয়ান গেমসের পদকজয়ী হ্যামার থ্রোয়ার মঞ্জু বালাকে। তিনি এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। তবে ২০২৪ সালে শুরুতে তিনি নিষিদ্ধ ওষুধ সেবন করেছিলেন। সেই কারণে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির অধীনে থাকা অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল তাঁর শাস্তি ঘোষণা করল। তাছাড়াও সাসপেনশনের কবলে পড়লেন একাধিক অ্যাথলিট। 

Advertisement

২০১৪ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয়ী মঞ্জু। তাঁর শরীরে ডাইহাইড্রোক্লোরোমিথাইল টেস্টোস্টেরন (একটি স্টেরয়েড) এবং SARMs LGD-4033 (লিগ্যান্ড্রল)-এর উপস্থিতি পাওয়া গিয়েছে। চলতি বছর সেপ্টেম্বরে প্রথমবার তাঁর টেস্টের রিপোর্ট সামনে আনে নাডা। জুলাই মাসে তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। এডিডিপি ১৫ অক্টোবর তাদের সিদ্ধান্ত জানিয়েছিল। অবশেষে তাঁর শাস্তি ঘোষণা করা হল। মঞ্জুর সাসপেনশন লাগু হবে ২০২৪ সালের ১০ জুলাই থেকে। অর্থাৎ, ইতিমধ্যেই সাসপেনশনের দেড় বছর কাটিয়ে ফেলেছেন তিনি।

মঞ্জুর সঙ্গে আরেক অ্যাথলিট মোহন সাইনিকেও ১৪ অক্টোবর, ২০২৫ থেকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়াও তিন বডি বিল্ডার গোপাল কৃষ্ণণ, অমিত কুমার এবং রাজবর্ধন সঞ্জয় ভাস্করকে ছ'বছরের জন্য ব্যান করা হয়েছে। অন্য এক বডি বিল্ডার শুভম মহারা ব্যান হয়েছেন চার বছরের জন্য।

বক্সার সুমিত দু'বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। ক্যানোয়িস্ট নীতিন বর্মা ও বাস্কেটবল খেলোয়াড় শিবেন্দ্র পাণ্ডেকে যথাক্রমে চার ও ছ'বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ, ডোপিং নিয়ে কড়া পদক্ষেপ নিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। ডোপিং করায় হ্যামার থ্রোয়ার, বডিবিল্ডার, বক্সার কেউই রেয়াত পেলেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হল ইনচিয়ন এশিয়ান গেমসের পদকজয়ী হ্যামার থ্রোয়ার মঞ্জু বালাকে।
  • ২০২৪ সালে শুরুতে তিনি নিষিদ্ধ ওষুধ সেবন করেছিলেন।
  • সেই কারণে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির অধীনে থাকা অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল তাঁর শাস্তি ঘোষণা করল।
Advertisement