সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৬ বছর বয়সেই ইংল্যান্ডের মাটিতে সাড়া ফেলে দিয়েছে তামান্না সাহা। রাজারহাট নিউটাউনের এই বঙ্গকন্যা ব্রিটেনভূমিতে টেনিসে দাপটের সঙ্গে এগিয়ে চলেছে। নুথাল ভেস মার্গেট লন টেনিস ক্লাব ওপেনে চ্যাম্পিয়ন হল সে। এখানেই শেষ নয়। এই টুর্নামেন্টে মোট চারটি ট্রফির সাফল্যে তাক লাগিয়ে দিয়েছে তামান্না।
ইংল্যান্ডের কিংবদন্তি টেনিস তারকা নুথাল ভেসের নামে মার্গেট লন টেনিস ক্লাবে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। এর আগে ইংল্যান্ডের শতাব্দীপ্রাচীন টেনিস ক্লাবের হয়ে অল ইংল্যান্ড কেন্ট প্রিমিয়ার টেনিস লিগে চ্যাম্পিয়ন দলে ছিল সে। ১৬ বছর বয়সি তামান্না ছিল সেই দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। এবার তাঁর দখলে চার-চারটি ট্রফি।
নুথাল ভেস মার্গেট লন টেনিস ক্লাব ওপেন ২০২৫-এ তামান্না মহিলাদের সিঙ্গলসের জিতেছে। পাশাপাশি মিক্সড ডাবলসেও চ্যাম্পিয়ন হয়েছে। তবে অন্য দুটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। অনূর্ধ্ব-১৮ সিঙ্গলস ও ডাবলসের ফাইনালে হেরে রানার্সের ট্রফি নিয়েই তামান্নাকে আপাতত সন্তুষ্ট থাকতে হবে।
এর আগে বিশ্বের বিশ্বের চতুর্থ প্রাচীনতম ঘাসের কোর্ট টেনিস ক্লাবে অনুষ্ঠিত ওয়ালমার ওপেনে ওয়াইল্ডকার্ড এন্ট্রি পেয়েছিল তামান্না। সেখানে সেমিফাইনালেও পৌঁছে যায়। সেখানে চ্যাম্পিয়ন হতে পারেনি। আবার কেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল। শুধু টেনিস নয়, মার্শাল আর্টেও দক্ষ তামান্না। জুলাই মাসে একটি মার্শাল আর্ট টুর্নামেন্টে গুরুতর চোট পায়। কিন্তু তার পরদিনই টেনিস প্রতিযোগিতায় নেমেছিল।
