shono
Advertisement
Tennis Player

মেয়েকে লক্ষ্য করে গুলিবৃষ্টি, গুরুগ্রামে বাবার হাতে 'খুন' প্রতিভাবান টেনিস খেলোয়াড়

তিনি রাজ্যস্তরের টেনিস খেলোয়াড়।
Published By: Prasenjit DuttaPosted: 06:51 PM Jul 10, 2025Updated: 07:18 PM Jul 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েকে লক্ষ্য করে গুলিবৃষ্টি। বাবার হাতে 'খুন' হতে হল প্রতিভাবান টেনিস খেলোয়াড়কে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। মেয়েটি রাজ্যস্তরের টেনিস খেলোয়াড়। নাম রাধিকা যাদব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫। গুরুগ্রামের সুশান্ত লোক-ফেজ ২-এর বাসিন্দা তিনি।

Advertisement

জানা গিয়েছে, বাবা তার মেয়েকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালিয়েছে। এরমধ্যে তিনটি গুলি রাধিকার বুকে লাগে। ঘটনাটি ঘটেছে সকাল ১০.২০ নাগাদ। পুলিশ ইতিমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কিন্তু কেন তার মেয়েকে খুন করল বাবা? মেয়ের রিল তৈরির আসক্তির প্রতি বিরক্ত ছিল বাবা। সেই বিরক্তি থেকেই মেয়েকে খুন করেছে কি না ওই ব্যক্তি, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, "২৫ বছর বয়সি এক তরুণী গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে, এই তথ্য আমরা হাসপাতাল থেকে পেয়েছি। তার শরীরে তিনটি গুলি লেগেছে। আমরা ইতিমধ্যেই ওই তরুণীর কাকার সঙ্গে দেখা করেছি। তিনি সেরকম কিছু বলেননি। এরপর আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি মেয়েকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বাবা।"

উল্লেখ্য, প্রতিভাবান টেনিস খেলোয়াড় ছিলেন রাধিকা যাদব। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ক্রমতালিকায় তিনি ছিলেন ১১৩ নম্বরে। সম্প্রতি ডবলসে তিনি শীর্ষ ২০০-র মধ্যে ছিলেন। এহেন রাধিকার জন্ম ২০০০ সালের ২৩ মার্চ। পুলিশ রাধিকার বাবার পিস্তলটি বাজেয়াপ্ত করেছে। গোটা বিষয়টি এখন তদন্তাধীন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেয়েকে লক্ষ্য করে গুলিবৃষ্টি।
  • বাবার হাতে 'খুন' প্রতিভাবান টেনিস খেলোয়াড়।
  • হাড়হিম করা ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে।
Advertisement