shono
Advertisement
Saina Nehwal

'দূরত্ব থেকে শিখছি...', বিচ্ছেদের তিন সপ্তাহের মধ্যেই 'পাল্টি' সাইনার

নতুন পোস্টে কী লিখেছেন সাইনা?
Published By: Prasenjit DuttaPosted: 08:47 PM Aug 02, 2025Updated: 08:53 PM Aug 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালের ১৪ ডিসেম্বর। বিবাহবন্ধনে জড়িয়েছিলেন দুই ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল এবং পারুপল্লি কাশ্যপ। কিন্তু দীর্ঘ সাত বছরের দাম্পত্যের পর তাঁদের বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছিলেন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী শাটলার সাইনা। তবে, বিচ্ছেদ ঘোষণার কয়েক সপ্তাহ পরেই দু'জন কি ফের একত্রিত হওয়ার চেষ্টা করছেন? সাইনার ইনস্টাগ্রাম পোস্ট অন্তত সেই জল্পনাই উসকে দিয়েছে।

Advertisement

এক পাহাড়ি উপত্যকার মনোরম পরিবেশে কাশ্যপের সঙ্গে তাঁর ছবি পোস্ট করে সাইনা ক্যাপশনে লেখেন, 'কখনও কখনও দূরত্ব আপনাকে উপস্থিতির মূল্য শেখায়। আমরা আবার চেষ্টা করছি।' তাঁর এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তাঁদের এই সিদ্ধান্তে খুশি।

এর আগে বিবাহবিচ্ছেদের ঘোষণা করে ইনস্টাগ্রাম স্টোরিতে সাইনা লিখেছিলেন, ‘জীবন মাঝেমাঝে আমাদের বিভিন্ন দিকে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপল্লি কাশ্যপ এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরস্পরের জন্য শান্তি, বৃদ্ধি এবং নিরাময়কে বেছে নিচ্ছি। স্মৃতিগুলির জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য শুভকামনা ছাড়া আর কিছুই চাওয়ার নেই। আমাদের বোঝার জন্য গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।’

২০০৫ থেকেই গোপীচাঁদ অ্যাকাডেমিতে একসঙ্গে অনুশীলন করতেন সাইনা-কাশ্যপ। প্রায় এক দশকের প্রেমের পরেই জীবনের ডাবলস ইনিংস শুরু করেছিলেন তাঁরা। সেই ‘সুন্দর’ সম্পর্কের হঠাৎ করে এমন পরিণতি কেন, তা ভেবে ‘সারপ্রাইজড’ ভক্তরা। সাইনার বর্তমান পোস্টের পর নেট নাগরিকদের আশা, দূরত্ব অচিরেই ঘুচে আবার এক হবেন যুগল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীর্ঘ সাত বছরের দাম্পত্যের পর তাঁদের বিবাহবিচ্ছেদের কথা জানিয়েছিলেন অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী শাটলার সাইনা।
  • তবে, বিচ্ছেদ ঘোষণার কয়েক সপ্তাহ পরেই দু'জন কি ফের একত্রিত হওয়ার চেষ্টা করছেন?
  • সাইনার ইনস্টাগ্রাম পোস্ট অন্তত সেই জল্পনাই উসকে দিয়েছে।
Advertisement