shono
Advertisement

Breaking News

Pakistan Hockey Team

মোটা অঙ্কের ঋণ পরিশোধে ব্যর্থ, সুলতান আজলান শাহ কাপ থেকে ছাঁটাই পাকিস্তান হকি দল!

ভারত এই টুর্নামেন্টে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 01:29 PM Mar 27, 2025Updated: 01:29 PM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট হোক কিংবা হকি, সময়টা মোটেও ভালো যাচ্ছে না পাকিস্তানের। এবার অর্থের অভাবে হকির ময়দানেও অপমানিত হতে হল পাক দলকে। আগামী নভেম্বরে মালয়েশিয়ায় বসতে চলেছে সুলতান আজলান শাহ কাপের আসর। গত বছর এই টুর্নামেন্টের রানার্স পাকিস্তান হকি টিম। কিন্তু এবার সেখানে আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানকে।

Advertisement

কেন এমন ঘটল? জানা গিয়েছে, পাকিস্তান হকি ফেডারেশনের কাছ থেকে মালয়েশিয়ান হকি ফেডারেশন বেশ কিছু টাকা প্রাপ্য। সেই দেনা এখনও বাকি রয়ে গিয়েছে। সে কারণেই মালয়েশিয়া হকি ফেডারেশনের পাকিস্তান নিয়ে আপত্তি রয়েছে। তাই অন্য দেশগুলিকে ধরে ধরে আমন্ত্রণপত্র পাঠালেও পাকিস্তানকে পাঠানো হয়নি। পাকিস্তান হকি ফেডারেশনের একটি সূত্রমতে, 'গত আজলান শাহ কাপের সময় ফেডারেশনের এক প্রাক্তন কর্তা কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই দেনায় ডুবেছে পাক হকি ফেডারেশন।'

মালয়েশিয়ান হকি ফেডারেশন এ বিষয়ে অসন্তোষ গোপন করেনি। তবে পাকিস্তান হকি ফেডারেশনের কর্মকর্তারা সমস্যা সমাধানের বিষয়ে আশাবাদী। তাঁদের মতে, 'পাকিস্তান এবং মালয়েশিয়ার মধ্যে বহু বছর ধরে হকি নিয়ে সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। তাই আশা করা যায় সমস্যাটির সমাধান হয়ে যাবে।' বকেয়া দেনা পরিশোধের ব্যাপারেও তাঁরা চেষ্টা করছেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, সুলতান আজলান শাহ কাপ হকির বেশ জনপ্রিয় টুর্নামেন্ট। পাকিস্তান না খেললে প্রতিযোগিতার জৌলুস অনেকটাই কমে যাবে বলে অনেকের ধারণা। এবার অবশ্য গত বারের বিজয়ী জাপানও এই টুর্নামেন্টে নেই। ভারত ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে জার্মানি, আয়ারল্যান্ড, বেলজিয়াম, কানাডা এবং আয়োজক দেশ মালয়েশিয়া। ২০০৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই টুর্নামেন্ট। অস্ট্রেলিয়া রেকর্ড ১০ বার এই টুর্নামেন্ট জিতেছে। ভারত এবং পাকিস্তান জয়লাভ করেছে যথাক্রমে পাঁচ ও তিনবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার হকিক্ষেত্রেও অপমানিত হতে হল পাকিস্তানকে।
  • গত বছর সুলতান আজলান শাহ কাপের রানার্স পাকিস্তান হকি টিম।
  • কিন্তু এবার সেই টুর্নামেন্টে আমন্ত্রণই জানানো হয়নি পাকিস্তানকে।
Advertisement