সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন বক্সার হয়েও দিনের পর দিন পণের দাবিতে স্বামীর অত্যাচার সহ্য করতে হয়েছে। বাধ্য হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন তারকা বক্সার। এবার থানার মধ্যেই স্বামীকে মারতে গেলেন তিনি। ভাইরাল হয়েছে মারমুখী বক্সারের ভিডিও। জানা গিয়েছে, বিবাহবিচ্ছেদের মামলা করেছেন ওই দম্পতি।

হরিয়ানার হিসারের বাসিন্দা ওই বক্সারের নাম সুইটি বুরা। তিনি ২০২৩ সালে লাইট হেভিওয়েট বক্সিংয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন। ৩২ বছর বয়সি ওই বক্সার ২০২২ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। পেয়েছেন অর্জুন সম্মান। ২০২২ সালে দীপক হুডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুইটি। উল্লেখ্য, দীপক ভারতীয় কবাডি দলের সদস্য ছিলেন। এশিয়াডে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলেও ছিলেন তিনি।
কিন্তু গত মাসে পুলিশে এফআইআর দায়ের করেন সুইটি। অভিযোগপত্রে বিশ্বচ্যাম্পিয়ন বক্সার জানান, বিয়ের সময়ে ১ কোটি টাকা পণ দিয়েছিল তাঁর পরিবার। ফরচুনার গাড়িও দেওয়া হয় দীপককে। তা সত্ত্বেও আরও বেশি পণের দাবিতে অত্যাচার চলত সুইটির উপর। এমনকি তারকা বক্সারকে মারধরও করতেন দীপক ও তাঁর পরিবার। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন সুইটি।
অভিযোগ পাওয়ার পরে বেশ কয়েকবার থানায় ডেকে পাঠানো হয় দীপককে। কিন্তু অসুস্থতার দোহাই দিয়ে হাজিরা দেননি তিনি। তারপরেই দায়ের হয় এফআইআর। অবশেষে থানায় হাজির হন দীপক। তাঁর পরিবারের সঙ্গে বেশ উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয় সুইটির। বচসার মধ্যেই আচমকা মারমুখী হয়ে ওঠেন তিনি। ছুটে গিয়ে স্বামীর গলা টিপে ধরেন। কোনওমতে দুজনকে ছাড়ানো হয়। তবে নেটদুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে। পরে জানা গিয়েছে, বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন দম্পতি।