সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১ নম্বর বনাম ২৫ নম্বরের লড়াই। দুর্দান্ত ফর্মে থাকা ইয়ানিক সিনারের সামনে তুলনায় আনকোরা ফেলিক্স অগার আলিয়াসিমে। অনেকেই হয়তো ভেবেছিলেন ইউএস ওপেনের দ্বিতীয় সেমিফাইনাল একপেশে হতে চলেছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, লড়াই একেবারেই একপেশে নয়। বরং ফাইনালে খেলতে বেশ কাঠখড় পোড়াতে হল সিনারকে। ৩ ঘণ্টা ২১ মিনিটে ৪ সেটের লড়াই। শেষ হাসি অবশ্য বিশ্বের এক নম্বর টেনিস তারকাই হাসলেন।
প্রথম সেট সিনার জিতেছিলেন একপেশে ভাবেই। দ্বিতীয় সার্ভিসই হারান আলিয়াসিমে। ষষ্ট সার্ভিসও তাই। প্রথম সেটে ৬-১ ব্যবধানে জয় সিনারের। তখন মনে হয়েছিল খেলা হয়তো একপেশে হবে। সিনার জিতবেন অনায়াসে। কিন্তু ছবিটা বদলে যায় দ্বিতীয় সেটে। খানিকটা চোট সমস্যাও ভোগায় সিনারকে। ফলশ্রুতি ৩-৬ ব্যবধানে হার সিনারের। দ্বিতীয় সেট জেতার পর তৃতীয় ও চতুর্থ সেটে তুলনায় ভালো লড়াই করেন আলিয়াসিমে। তবে বিশেষ সুবিধা করতে পারেননি। সেটদুটি সিনার জেতেন ৬-৩, ৬-৪ ব্যবধানে।
এমনিতে এই ম্যাচের আগে দুর্দান্ত ফর্মে ছিলেন সিনার। এই ম্যাচের আগে হার্ড কোর্টে টানা ২৬টি ম্যাচ জিতেছিলেন তিনি। এদিন খানিক বেগ পেলেও আলিয়াসিমেকে হারিয়ে ফাইনালের টিকিট পেলেন বর্তমান বিশ্বের সেরা টেনিস তারকা। এই নিয়ে টানা পাঁচ গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলবেন সিনার। এবারেও তাঁর প্রতিপক্ষ কার্লোস আলকারাজ। সেমিফাইনালে নোভাক জকোভিচকে একেবারে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে যান তিনি। একমাত্র দ্বিতীয় সেট ছাড়া আলকারাজকে সেভাবে লড়াইয়েই ফেলতে পারেননি জকোভিচ। খেলার ফল ৬-৪, ৭-৬, ৬-২।
চলতি বছর ফরাসি ওপেন ও উইম্বলডনের পর আরও এক গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে সিনার বনাম আলকারাজ লড়াই দেখা যাবে। এর আগে ফরাসি ওপেনে জিতেছেন আলকারাজ। আবার উইম্বলডনে জিতেছেন সিনার। অর্থাৎ দুই তারকার মধ্যে চলতি বছরের মেগা ফাইনাল হতে চলেছে ইউএস ওপেন। বর্তমান বিশ্বের এক নম্বর সিনার ও দু'নম্বর আলকারাজ এখনও পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছেন। এগিয়ে আলকারাজ। ন’বার জিতেছেন স্প্যানিশ তারকা। সিনার পাঁচ বার। এবার দেখার যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে কে বাজিমাত করেন।
