shono
Advertisement
Vaishali Rameshbabu

'ধর্মীয় কারণে' মহিলাদের স্পর্শে আপত্তি! ভারতের বৈশালীর সঙ্গে করমর্দনে নারাজ মুসলিম দাবাড়ু

ম্যাচে অবশ্য ভারতের গ্র্যান্ডমাস্টারের কাছে হেরেও গেলেন উজবেকিস্তানের দাবাড়ু।
Published By: Arpan DasPosted: 02:04 PM Jan 27, 2025Updated: 02:07 PM Jan 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচের আগে ভারতীয় গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবুর সঙ্গে হাত মেলালেন না উজবেকিস্তানের দাবাড়ু। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। পরে অবশ্য সাফাই দিলেন উজবেক দাবাড়ু নোদিরবেক ইয়াকুববোয়েভ। তাঁর যুক্তি 'ধর্মীয় কারণ'-এ মহিলাদের স্পর্শ করেন না তিনি। বৈশালীকে অসম্মান বা অপমান করার কোনও ইচ্ছা ছিল না।

Advertisement

ঠিক কী ঘটল টাটা স্টিল দাবা টুর্নামেন্টে? চতুর্থ রাউন্ডে ২৩ বছর বয়সি ইয়াকুববোয়েভের ম্যাচ ছিল ভারতের বৈশালীর সঙ্গে। সেই ম্যাচে অবশ্য হেরে যান উজবেক দাবাড়ু। কিন্তু ঘটনার সূত্রপাত ম্যাচের শুরুতেই। স্বাভাবিক নিয়মেই হাত বাড়িয়ে দেন বৈশালী। কিন্তু ইয়াকুববোয়েভ হাত না মিলিয়ে বসে পড়েন। এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। বৈশালী যে এই ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন, তা ভিডিও দেখে বোঝা যায়।

তারপরই শুরু হয় বিতর্ক। কেন হাত মেলালেন না ইয়াকুববোয়েভ? প্রশ্নের মুখে পড়েন তিনি। পরে এর দীর্ঘ ব্যাখ্যাও দেন। যার মূল বক্তব্য 'ধর্মীয় কারণে' মহিলাদের শরীর স্পর্শ করেন না তিনি। এক্স হ্যান্ডেলে উজবেক গ্র্যান্ডমাস্টার লিখেছেন, "আমি মহিলাদের সম্মান করি। কিন্তু সবাইকে জানাতে চাই ধর্মীয় কারণে অন্য কোনও মহিলাকে স্পর্শ করি না। বৈশালী ও তাঁর ভাই প্রজ্ঞানন্দকে আমি যথেষ্ট সম্মান করি। যদি আমি কাউকে অসম্মান করে থাকি, তাহলে ক্ষমা চাইছি।"

ইয়াকুববোয়েভ ধর্মগতভাবে মুসলিম। তিনি আরও লিখেছেন, "দাবা খেলা হারাম নয়। আমি অন্য কাউকেও হাত মেলাতে জোর করি না। মহিলাদের হিজাব বা রোরখা পরার জন্যও জোর করি না। এটা তাদের নিজস্ব ব্যাপার। বৈশালীর সঙ্গে ম্যাচের আগে আমার হাত জোড় করে নমস্কার করার ইচ্ছা ছিল। কিন্তু সেটাও করতে পারিনি। তাই অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ম্যাচের আগে ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু বৈশালীর সঙ্গে হাত মেলালেন না উজবেকিস্তানের দাবাড়ু।
  • যা নিয়ে বিতর্ক তুঙ্গে। পরে অবশ্য সাফাই দিলেন উজবেক দাবাড়ু নোদিরবেক ইয়াকুববোয়েভ।
  • তাঁর যুক্তি 'ধর্মীয় কারণ'-এ মহিলাদের স্পর্শ করেন না তিনি। বৈশালীকে অসম্মান বা অপমান করার কোনও ইচ্ছা ছিল না।
Advertisement