সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন ভিনেশ ফোগাট, এমনটাই জল্পনা চলছে দেশজুড়ে। এহেন পরিস্থিতিতে জল্পনা আরও বাড়ল তারকা কুস্তিগিরের মন্তব্যে। হরিয়ানার খাপ পঞ্চায়েতের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সোনার পদক দেওয়া হয় ভিনেশকে। সেই পদক গলায় ঝুলিয়ে তারকা কুস্তিগির বলেন, তাঁর লড়াই মোটেই শেষ হয়নি বরং সবে শুরু হচ্ছে। এই মন্তব্যের পরেই চর্চা শুরু, তাহলে কি রাজনৈতিক ময়দান থেকেই এবার লড়াই চালিয়ে যাবেন প্রতিবাদী ভিনেশ?
মহিলা কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছিলেন ভিনেশ। দিল্লির যন্তরমন্তরে ধরনা থেকে শুরু করে নতুন সংসদ ভবন অভিযান-সমস্ত ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। তৎকালীন বিজেপি সাংসদ ব্রিজভূষণকে আড়াল করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার? এমন প্রশ্ন তুলেও সরব হয়েছিলেন। অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর ঘোষণা করেন ভিনেশ। তার পর থেকেই জল্পনা ছড়ায়, ভিনেশকে হরিয়ানার নির্বাচনের টিকিট দিতে আগ্রহী বেশ কয়েকটি দল। ইতিমধ্যেই তারা যোগাযোগ করেছে তারকা কুস্তিগিরের সঙ্গে।
[আরও পড়ুন: আর জি করে খুন-ধর্ষণে দুর্নীতির যোগ? ‘বৃহত্তর ষড়যন্ত্র’ দেখছে CBI]
ফোগাট পরিবারের ঘনিষ্ঠ এক সদস্যকে জিজ্ঞাসা করা হয় ভিনেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তিনি বলেন, “রাজনীতির ময়দানে নামতেই পারে ভিনেশ। সম্ভবত হরিয়ানার বিধানসভা নির্বাচনে বোন ববিতা ফোগাটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে ভিনেশকে।” উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন ভিনেশের তুতো বোন ববিতা। তিনিও সম্ভবত প্রতিদ্বন্দ্বিতা করবেন হরিয়ানার নির্বাচনে। এই বিষয়টি নিয়ে ভিনেশের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে গত শনিবার হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার সঙ্গে দেখা করেন তিনি। তার পর থেকে জল্পনা আরও ছড়ায়, এবার কংগ্রেসে যোগ দিতে চলেছেন তারকা কুস্তিগির।
হুডার সঙ্গে সাক্ষাতের পরদিনই খাপ পঞ্চায়েতের অনুষ্ঠানে দাঁড়িয়ে ভিনেশ সাফ জানিয়ে দেন, এই সবে লড়াই শুরু করছেন তিনি। তারকা কুস্তিগিরের কথায়, "আমাদের মেয়েদের সম্মান রক্ষার লড়াই সবেমাত্র শুরু হয়েছে। ধরনার সময়েও আমরা এই কথাই বলেছিলাম।" ভিনেশের এমন মন্তব্যের পরে ওয়াকিবহাল মহলের মত, তারকা কুস্তিগিরের এই লড়াই আসলে রাজনৈতিক। যেহেতু কুস্তি থেকে অবসর নিয়েছেন, তাই ভোটের ময়দান থেকেই হয়তো আগামী দিনে লড়াই চালিয়ে যাবেন। হরিয়ানার সংবর্ধনা অনুষ্ঠান থেকেই কি রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা করে দিলেন ভিনেশ? চর্চা তুঙ্গে।