সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধরা মাধুরী অলিম্পিক পদক। সেই পদকজয়ের লক্ষ্যে অবসর ভেঙে আবারও কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন ভিনেশ ফোগাট। গতবছর অলিম্পিকে ফাইনালে উঠেও পদক হাতছাড়া হয়েছিল তারকা কুস্তিগিরের। প্রবল বিতর্ক দানা বাঁধে সেই নিয়ে। হতাশায় অবসর ঘোষণা করেন ভিনেশ। কিন্তু এবার সিদ্ধান্ত বদলালেন হরিয়ানার কন্যা। আগামী অলিম্পিকে পদক জয়কে পাখির চোখ করছেন তিনি।
গত বছরদুয়েক ধরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন ভিনেশ। কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের প্রতিবাদে শামিল হয়েছিলেন। দিল্লির রাজপথে ধর্না, বিক্ষোভ-সমস্ত কিছুতেই প্রথম সারিতে দেখা গিয়েছে ভিনেশকে। সেখান থেকেই কোনওমতে অনুশীলন সেরে তিনি নেমে পড়েন অলিম্পিকের মঞ্চে।
প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন তিনি। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে ‘বাতিল’ করা হয়। বিশেষজ্ঞদের নজরদারিতে থেকেও কী করে ওজন বাড়ল, ভিনেশের সঙ্গে অন্তর্ঘাত করা হয়েছে কিনা, এমন নানা প্রশ্ন ওঠে। ফাইনালে ওঠার জন্য অন্তত রুপোর পদক দেওয়া হোক, এই মর্মে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছেও আবেদন করেন ভিনেশ। কিন্তু শেষ পর্যন্ত প্যারিস থেকে শূন্য হাতেই ফিরতে হয়। তার পরই কুস্তি থেকে অবসর নেন।
কুস্তির কেরিয়ার শেষ করে রাজনীতিতে যোগ দিয়েছেন ভিনেশ। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে জুলানা বিধানসভায় লড়েছিলেন। ৬০১৫ ভোটে বিজেপির যোগেশ কুমার হারিয়ে বিধায়ক হয়েছেন। চলতি বছরের জুলাই মাসে তাঁর কোল আলো করে এসেছে পুত্র সন্তান। মা হওয়ার পাঁচ মাসের মধ্যেই আবারও কুস্তির ম্যাটে ফেরার সিদ্ধান্ত নিলেন ভিনেশ।
ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করে ভিনেশ লিখেছেন, 'কুস্তির প্রতি এখনও ভালোবাসা রয়ে গিয়েছে। আবারও ম্যাটে নেমে খেলতে চাই। তাই আগামী অলিম্পিকে আবারও খেলব। এবার আমি আর একা নই। আমার টিমে রয়েছে আমার ছোট্ট ছেলেও।' মা হওয়ার পাঁচ মাসের মধ্যেই আবারও কুস্তির ম্যাটে নামছেন ভিনেশ।
