সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকে পদকজয়ী তারকা কুস্তিগির আমন শেহরাওয়াতকে এক বছরের জন্য নির্বাসিত করল ভারতের কুস্তি ফেডারেশন। অতিরিক্ত ওজনের জন্য সেপ্টেম্বরে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে নামতে পারেননি আমন। যে ঘটনাকে শৃঙ্খলাভঙ্গ ও পেশাদারিত্বের অভাব হিসেবে দেখছে ভারতের কুস্তি ফেডারেশন।
শৃঙ্খলারক্ষা কমিটির তরফ থেকে বলা হয়েছে, 'জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কোনও কুস্তি সংক্রান্ত প্রতিযোগিতায় আমন আগামী এক বছর নামতে পারবেন না। তাঁকে নির্বাসনের সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হল।' এর আগে আমনকে শোকজ করে বলা হয়েছিল, 'শৃঙ্খলারক্ষা কমিটি আপনার উত্তর খুঁটিয়ে দেখেছে। পাশাপাশি হেড কোচ ও অন্যান্য সাপোর্টিং স্টাফের থেকে মতামত চাওয়া হয়েছিল। দুপক্ষের মতামত বিবেচনা করে কমিটি মনে করছে, আপনার উত্তর সন্তোষজনক নয় এবং আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।'
উল্লেখ্য, সেপ্টেম্বরে ক্রোয়েশিয়ার জাগ্রেবে বিশ্ব কুস্তি চাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল কুস্তিতে ৫৭ কেজি বিভাগে নামার কথা ছিল আমনের। কিন্তু সেখানে ১.৭ কেজি বাড়তি ওজনের জন্য লড়াইয়ে নামা হয়নি ২২ বছর বয়সি কুস্তিগিরের। গোটা ঘটনায় আমনকেই দায়ী করা হয়েছিল। কারণ গত ২৫ আগস্ট জাগ্রেবে প্রস্তুতির জন্য পৌঁছন তিনি। ফলে ওজন নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট সময় ছিল তাঁর কাছে।
সেই সময় দলের এক কোচ জানিয়েছিলেন “সরকার একজন কুস্তিগিরের পিছনে ৭-৮ লক্ষ টাকা খরচ করছে। ওজন নিয়ন্ত্রণে রাখা তাঁদের দায়িত্ব।” প্যারিসে ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রুজকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন আমন। কিন্তু বছর ঘুরতেই তাঁকে বহিষ্কার করল ভারতীয় কুস্তি ফেডারেশন।
