সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরাসি ওপেন ফাইনালের পুনরাবৃত্তি উইম্বলডনেও। ঘাসের কোর্টে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য লড়বেন কার্লোস আলকারাজ ও জানিক সিনার। প্রথমজন আগেই ফাইনালে উঠে গিয়েছিলেন। দ্বিতীয়জন সেমিতে নোভাক জোকোভিচকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠলেন। আলকারাজকে তবু কিছুটা বেগ দিয়েছিলেন টেলর ফ্রিৎজ। কিন্তু সিনার প্রায় একতরফাভাবে ৬-৩, ৬-৩, ৬-৪ ব্যবধানে জিতলেন জোকোভিচের বিরুদ্ধে।
এদিন সেন্টার কোর্টে চোট নিয়ে নেমেছিলেন জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে পিছলে পড়ে গিয়ে যে ভালোমতোই সমস্যায় পড়েছেন, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। সিনারের কাছে গত চারবারের সাক্ষাতে হেরেছিলেন, এবার তাঁর সামনে স্ট্রেট সেটে উড়ে গেলেন 'জোকার'। রাফায়েল নাদাল ছাড়া সিনারই একমাত্র জোকোভিচকে পাঁচ সাক্ষাতে হারালেন।
এদিনও ফের পিছলে পড়ে যান জোকোভিচ। প্রথম সেটে টানা চার পয়েন্ট জিতে জোকোভিচকে পিছিয়ে দেন সিনার। সেই সেট জেতেন ৬-৩ ব্যবধানে। দ্বিতীয় সেটে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ধরাছোঁয়ার বাইরে চলে যান সিনার। স্পষ্টতই জোকোভিচের খেলায় সেই ছন্দটাই খুঁজে পাওয়া যায়নি। সিনার সেট পয়েন্ট নষ্ট করেছেন, তৃতীয় সেটে জোকোভিচ ৩-০ ব্যবধানে এগিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত ফায়দা তুলতে পারেননি সার্বিয়ান তারকা।
এই প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠলেন সিনার। সামনে চেনা প্রতিপক্ষ কার্লোস আলকারাজ। ফরাসি ওপেনের ঐতিহাসিক ফাইনালে এগিয়ে গিয়েও শেষরক্ষা করতে পারেননি সিনার। শেষ হাসি হাসেন আলকারাজ। রবিবারের ফাইনালে কী হবে? প্রতিশোধ তুলে প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হবেন সিনার? নাকি টানা তৃতীয়বার ঘাসের কোর্টে চ্যাম্পিয়ন হবেন আলকারাজ?
