shono
Advertisement
Hockey India

পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাবে ভারতীয় হকি দল, সূর্যদের 'অখেলোয়াড়ি মানসিকতা'কে কটাক্ষ?

হকি ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, খেলোয়াড়দের হাত না মেলানোর কোনও নির্দেশ সংস্থার তরফে দেওয়া হয়নি।
Published By: Subhajit MandalPosted: 07:34 PM Nov 04, 2025Updated: 07:34 PM Nov 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যেমনই হোক, খেলার মাঠে বৈরিতা নেই। ক্রিকেট মাঠে দু'দেশের ক্রিকেটারদের মধ্যে সখ্য দেখা না গেলেও, হকির মাঠে সেই সখ্য দেখা যাবে। ক্রিকেটের উলটো পথে হেঁটে ভারতের হকি খেলোয়াড়রা পাকিস্তান দলের সঙ্গে করমর্দন করবে। হকি ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, খেলোয়াড়দের হাত না মেলানোর কোনও নির্দেশ সংস্থার তরফে দেওয়া হয়নি।

Advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক তলানিতে। এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমাররা। সেই বিতর্ক এখনও থামেনি। এরপর মহিলাদের ক্রিকেট বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছে। কিন্তু এর সম্পূর্ণ অন্য ছবি দেখা গিয়েছে হকিতে। মালয়েশিয়ায় সুলতান অফ জহর কাপে সম্প্রতি মুখোমুখি হয়েছিল ভারত-পাক জুনিয়র হকি দল। সেখানে দিব্যি দুই দলের প্লেয়াররা হাত মেলান, হাই-ফাইভ করেন। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

সেই বিতর্ক নিয়ে এবার সাফাই দিল ভারতের হকি নিয়ামক সংস্থা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং জানিয়েছেন, "আমরা ক্রিকেটকে অনুসরণ করে চলি না। ক্রিকেটারেরা যা করেছেন, সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। আমরা অলিম্পিক চার্টার মেনে চলি। আন্তর্জাতিক হকি সংস্থার নির্দেশমতো চলতে হয়।" তাঁর সাফ কথা, "আমরা খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে চলি। খেলোয়াড়দেরও কোনও নির্দেশ দিই না। আগামী দিনেও পাকিস্তানের সঙ্গে খেলা পড়লে খেলোয়াড়দের কোনও নির্দেশ দেওয়া হবে না।"

উল্লেখ্য, ভারত-পাক অশান্তির আঁচ কিন্তু ইতিমধ্যেই হকির মাঠে পড়েছে। এশিয়া কাপ এবং জুনিয়র বিশ্বকাপ খেলতে পাকিস্তান হকি ফেডারেশন ভারতে দল পাঠায়নি। তবে হকি ইন্ডিয়ার কর্তা সে নিয়ে মন্তব্য করতে চাননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যেমনই হোক, খেলার মাঠে বৈরিতা নেই।
  • ক্রিকেট মাঠে দু'দেশের ক্রিকেটারদের মধ্যে সখ্য দেখা না গেলেও, হকির মাঠে সেই সখ্য দেখা যাবে।
  • ক্রিকেটের উলটো পথে হেঁটে ভারতের হকি খেলোয়াড়রা পাকিস্তান দলের সঙ্গে করমর্দন করবে।
Advertisement