সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথ্বী শ’কে (Prithvi Shaw) হেনস্তা করার জেরে গ্রেপ্তার করা হয় স্বপ্না গিল নামে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে। জামিন পেয়েই পালটা পৃথ্বীর বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ করলেন স্বপ্না (Swapna Gill)। সোমবার মুম্বই থানায় গিয়ে পৃথ্বী ও তাঁর বন্ধু আশিসের বিরুদ্ধে অভিযোগ করেন স্বপ্না। প্রসঙ্গত, সেলফি তুলতে রাজি না হওয়ায় পৃথ্বীকে আক্রমণ করেন স্বপ্না, এমনটাই অভিযোগ ছিল ভারতীয় ক্রিকেটারের।
স্বপ্নার দাবি, তিনি ক্রিকেটারকে চিনতেন না। বন্ধুর আবদারেই সেলফি তুলতে গিয়েছিলেন। সেই সময়েই মদ্যপ অবস্থায় স্বপ্নার শ্লীলতাহানি করেন পৃথ্বী। ধাক্কা দিয়ে সরিয়ে দেন তাঁকে। তাছাড়াও স্বপ্নার বন্ধুর ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন পৃথ্বী। মারধরও করা হয় স্বপ্না ও তাঁর বন্ধুকে।
[আরও পড়ুন: Exclusive: ‘কেন সরছ না, শুনতে চাইনি বলেই সরে যাচ্ছি’, বলছেন সানিয়া]
হেনস্তার পরে রীতিমতো হাত জোড় করে স্বপ্নাকে অনুরোধ করেন পৃথ্বী। তাঁদের বিরুদ্ধে স্বপ্না যেন অভিযোগ করেন, সেই জন্য অনুরোধ করেন ভারতীয় ক্রিকেটার। সেই কথা মাথায় রেখেই প্রথমে অভিযোগ করেননি বলেই দাবি স্বপ্নার। কিন্তু জেল হাজত থেকে বেরিয়ে সিদ্ধান্ত বদল করেছেন তিনি। স্বপ্নার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছেন পৃথ্বী। সেই নিয়ে স্বপ্নার দাবি, “আমি কেন টাকা চাইতে যাব? দু’টো রিল বানালেই এর থেকে বেশি টাকা রোজগার করতে পারি।”
পৃথ্বী ও তাঁর বন্ধুকে হেনস্তার অভিযোগ ওঠে স্বপ্নার বিরুদ্ধে। তিনি গাড়ির কাঁচ ভেঙে দিয়ে লাঠি হাতে পৃথ্বীর উপর চড়াও হয়েছেন, এমনও ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তারপরেই পৃথ্বীর বন্ধুর অভিযোগে গ্রেপ্তার করা হয় স্বপ্না-সহ আটজনকে। তিনদিন জেল হেফাজতে থাকার পর সোমবার মুক্তি পেয়েছেন স্বপ্না। তারপরেই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।