shono
Advertisement

পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার টিপু সুলতানের আমলের রকেট শেল

কোথায় রাখা হবে এগুলিকে? The post পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার টিপু সুলতানের আমলের রকেট শেল appeared first on Sangbad Pratidin.
Posted: 03:43 PM Jul 29, 2018Updated: 04:13 PM Jul 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের শিবামোগ্গা জেলার একটি পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার হল হাজারখানের রকেট৷ কুয়োটি খোঁড়ার সময় সেগুলিকে দেখতে পান কর্মীরা৷ অনুমান, মহীশূরের রাজা টিপু সুলতানের আমলে সেগুলি ব্যবহার করা হত৷ আঠারো শতকে এই ক্ষেপণাস্ত্র দিয়েই যুদ্ধক্ষেত্রে শত্রুকে ঘায়েল করতেন সুলতান টিপু ও তাঁর সেনা৷

Advertisement

[‘গোরক্ষার নামে মুসলিম নিধন বন্ধ হোক, নাহলে দেশভাগ আসন্ন’]

 রবিবার সকালে জেলার বিধানুরু এলাকার ওই পরিত্যক্ত কুয়োটিকে পুনরুদ্ধারের জন্য খুঁড়ছিলেন কর্মীরা৷ মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎই লোহার কিছুর সঙ্গে কোদালের সজোড়ে ধাক্কা লাগার আওয়াজ পান তাঁরা৷ এরপর আর একটু মাটি খুঁড়তেই প্রথমে বাইরে আসে সিলিন্ডারের আকৃতির একটি রকেট শেল৷ আরও গভীরে খুঁড়তেই পরপর উদ্ধার হয় হাজারটি একই মাপের রকেট শেল৷ জানা গিয়েছে, এরপর ওই কর্মীরাই খবর দেন জেলা প্রশাসনকে এবং জেলা প্রশাসনের তৎপরতায় খবর পৌঁছায় প্রত্নতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে৷ ঘটনাস্থলে পৌঁছায় বিশেষজ্ঞদের একটি দল৷

[আধার নম্বর নিয়ে তথ্য ফাঁস করে দেখান, চ্যালেঞ্জ ছুড়ে বিপাকে ট্রাই প্রধান]

আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের কমিশনার ভেঙ্কটেশ জানিয়েছেন, এই প্রথম নয়, এর আগেও ওই স্থানের কাছ থেকেই একই ধরনের রকেট উদ্ধার হয়৷ যা টিপু সুলতানের সেনারই ছিল এবং এই রকেটগুলির সঙ্গেও মিল রয়েছে আগের উদ্ধার হওয়া রকেটগুলির৷ ফলে সেখান থেকেই বিশেষজ্ঞরা নিশ্চিত হচ্ছেন যে, এই উদ্ধার হওয়া রকেটগুলিও টিপু সুলতানের আমলের৷ জানা গিয়েছে, রকেটগুলিকে সংরক্ষণে করে রাখা হচ্ছে শিবামোগ্গার শিবাপ্পা নায়ক মিউজিয়ামের ‘রকেট গ্যালারিতে’৷ একই সময়ের রকেট প্রদর্শনের জন্য সংরক্ষিত রয়েছে লন্ডন মিউজিয়ামে৷

The post পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার টিপু সুলতানের আমলের রকেট শেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement