shono
Advertisement

সমুদ্রসৈকতে উঠে এল ৪০০ তিমি, ছড়াল চাঞ্চল্য

কিন্তু কেন? The post সমুদ্রসৈকতে উঠে এল ৪০০ তিমি, ছড়াল চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 03:44 PM Feb 10, 2017Updated: 01:56 PM Feb 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে ৪০০-রও তিমি রহস্যজনকভাবে ভেসে উঠল নিউজিল্যান্ডের সৈকতে৷ মৃত শতাধিক৷ বাকিদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক৷ বিশালাকায় প্রাণীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বনদপ্তরের কর্মীরা৷ তাঁদের সাহায্যের জন্য সৈকতে নেমে পড়েছেন প্রায় ৫০০ জন স্বেচ্ছাসেবী৷

Advertisement

দক্ষিণ চিন সাগরে বিপজ্জনকভাবে মুখোমুখি চিন-মার্কিন যুদ্ধবিমান!

স্থানীয় প্রশাসনের এক আধিকারিক অ্যান্ড্রিউ লামাসনের কথায়, প্রায় ৪১৬টি বিশাল তিমি গোল্ডেন বে এলাকার ফেয়ারওয়েল স্পিট সৈকতের কাছে ভেসে উঠেছে৷ বনদপ্তর ও স্বেচ্ছাসেবকদের শত চেষ্টার পরও ১০০টির বেশি প্রাণ হারিয়েছে৷ কয়েকটি তিমিকে অবশ্য অনেক চেষ্টা করে সমুদ্রে ফেরত পাঠানো হয়েছে৷ কিন্তু আটকে পড়া তিমিদের লেজের ঝাপটার ফলে কাছে যাওয়াটাই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে৷ তাও হাল ছাড়ছেন না তাঁরা৷

গোপনে আস্ত একটি পারমাণবিক শহর তৈরি করছে ভারত, অভিযোগ পাকিস্তানের

কিন্তু, এত পরিমানে তিমি হঠাৎ সৈকতের কাছে ভেসে উঠল কেন? এই প্রশ্নে এখনও কোনও সঠিক উত্তর খুঁজে পাননি বিশেষজ্ঞরা৷ কেউ কেউ মনে করছেন, অনেক সময় চোট-আঘাতে জর্জরিত হলে কিংবা বয়স হলে তিমির দল এভাবেই সৈকতে এসে আত্মহত্যা করে থাকে৷ আবার অনেকের ধারণা, এর জন্য দায়ী ফেয়ারওয়েল স্পিট সৈকতের ভৌগোলিক অবস্থান৷ দ্বীপটির এই অংশে অনেকটাই বাঁক রয়েছে৷ যার ফলে এর সৈকতের অগভীর জলে কোনও বিশাল প্রাণী আটকে পড়লে তার পক্ষে আবার সমুদ্রে ফেরা খুবই কঠিন৷ আর তিমি মাছ দলবদ্ধ প্রাণী৷ কোনও একজন বিপদে পড়লে তাঁর ডাকে পুরো দল ছুটে আসে৷ সেই ঘটনাই এই ক্ষেত্রে ঘটে থাকতে পারে৷

আমেরিকা যেতে চাই ফেসবুকের পাসওয়ার্ড

The post সমুদ্রসৈকতে উঠে এল ৪০০ তিমি, ছড়াল চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement