সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আকাশপথে হামলায় গাজার এক হাসপাতালে মৃত্যু হল পাঁচশোর বেশি মানুষের! মৃতদের অধিকাংশই নারী ও শিশু। হামাসের অভিযোগ ওই হামলার পিছনে রয়েছে ইজরায়েলি সেনা। যদিও তেল আভিভ কাঠগড়ায় তুলছে প্যালেস্টাইনের এক জঙ্গি গোষ্ঠীকে। বুধবারই তেল আভিভে পৌঁছনোর কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তার ঠিক আগেই ঘটে গেল এমন এক ভয়ংকর ঘটনা।
সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, গাজার আল-আহলি আরব হাসপাতালে আচমকাই হামলা চালায় ইজরায়েলি (Israel) সেনা। ওই হাসপাতালে যুদ্ধে আহতরা চিকিৎসাধীন ছিলেন। গাজা (Gaza) প্রশাসনের দাবি, হামলায় ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। হামাসের (Hamas) অভিযোগ, এই হামলা তেল আভিভের সেনাবাহিনীই চালিয়েছে। কিন্তু ইজরায়েলের পালটা দাবি, প্যালেস্টাইনের এক জঙ্গি গোষ্ঠীই এই বিস্ফোরণ ঘটিয়েছে।
[আরও পড়ুন: গাজা ভূখণ্ডে বিমান হানায় বড় সাফল্য ইজরায়েলের, খতম শীর্ষ হামাস নেতা!]
দেখতে দেখতে ১০ দিন পেরিয়ে গিয়েছে হামাস-ইজরায়েল লড়াইয়ের। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। এই পরিস্থিতিতে হাসপাতালে এতজনের মর্মান্তিক মৃত্যু যেন নতুন করে পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরল। এই মুহূর্তে তেল আভিভে রয়েছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখান থেকেই তিনি ঘোষণা করেছেন বুধবার যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খতিয়ে দেখবেন যুদ্ধ পরিস্থিতি। হামাস হামলার বিরুদ্ধে যে ইজরায়েলের প্রতিরক্ষার সম্পূর্ণ অধিকার আছে সেই বিষয়ে বৈঠক করবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে।