shono
Advertisement

বাঘাযতীন স্টেশনে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল

আপ লাইনে ট্রেন চলছে না। The post বাঘাযতীন স্টেশনে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.
Posted: 04:00 PM Jan 16, 2018Updated: 10:37 AM Jan 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভর দুপুরে আচমকাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বাঘাযতীন স্টেশনে। শিয়ালদহ দক্ষিণ শাখায় আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল। চরম দুর্ভোগে যাত্রীরা। কিন্তু, কীভাবে ঘটল এই বিপত্তি?  রেলকর্তাদের বক্তব্য, বাঘাযতীন স্টেশনের কাছে ওভারহেড তারে সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি কাজ শুরু হয়েছে। তবে সমস্যা না মেটা পর্যন্ত দক্ষিণ শাখায় শিয়ালদহমুখী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

Advertisement

[বিনিয়োগের গন্তব্য বাংলা, বিজনেস সামিটে একমত তাবড় শিল্পপতিরা]

কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বারুইপুর, বজবজ। শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক রুটে চলে লোকাল ট্রেন। অফিস টাইম তো ছেড়েই দিন, দিনভর লোকাল ট্রেনে যাতায়াত করেন বহু মানুষ। দুপুরের দিকে ঠাসা ভিড় না থাকলেও, ট্রেন কখনওই খালি যায় না। তাই মঙ্গলবার দুপুরে আচমকাই আপ লাইনে ট্রেন বন্ধে যাত্রীদের দুর্ভোগ চরমে। রেল জানিয়েছে, এদিন দুপুরে বাঘাযতীন স্টেশনের ওভারহেড তারে সমস্যার কারণে আপ লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই ওই লাইন দিয়ে ট্রেন চালানো যাচ্ছে না। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতি কাজ।

[ছাত্র কাউন্সিল বাতিলের দাবিতে যাদবপুরে উপচার্য, সহ উপাচার্যকে রাতভর ঘেরাও]

শেষ খবর পাওয়া পর্যন্ত, শিয়ালদহ স্টেশনের দক্ষিণ শাখায় প্রায় এক ঘণ্টা ধরে বন্ধ আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল। শিয়ালদহ আসার পথে, বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে লোকাল ট্রেন। তা কখন স্বাভাবিক হবে পরিষেবা? কোনও স্পষ্ট আশ্বাস দিতে পারেনি রেল কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, সমস্যা না মেটা পর্যন্ত বন্ধ থাকবে ট্রেন চলাচল।

[বিরিয়ানির সঙ্গে ঘুমের মাদক পাচার হয়েছিল আলিপুর জেলে?]

The post বাঘাযতীন স্টেশনে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ, শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement