নন্দন দত্ত, তারাপীঠ: তারাপীঠে বেড়াতে এসে হোটেলের এসির রিমোট, চাবি চুরির চেষ্টা। বাধা দিতেই কর্মীদের সঙ্গে বচসা ও হাতাহাতি। পরবর্তীতে হোটেল মালিকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পর্যটকদের বিরুদ্ধে। ক্যানসার আক্রান্ত ওই হোটেল মালিককে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোটেলের সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে তারাপীঠ থানার পুলিশ। অভিযুক্তদের মধ্যে দিল্লি নিবাসী দুই যাত্রী রনভির সিং ও বৈশ্য সিংকে আটক করেছে পুলিশ। দলে থাকা বাকি ৩৫ জন যাত্রী গা ঢাকা দিয়েছে। এই ঘটনায় তারাপীঠ হোটেল ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
তারাপীঠ (Tarapith) থানার কাছেই ওই বেসরকারি হোটেলটি। শনিবার সকালে সাতটি ঘর ভাড়া নেন দিল্লি থেকে আসা ৩৫ জন। রাতে তাঁদের হোটেল ছাড়ার কথা ছিল। কিন্তু দুপুর সাড়ে তিনটে নাগাদ হোটেল থেকে তাঁরা বেড়িয়ে যায়। যাওয়ার সময় হোটেলের দুটি এসির রিমোট ও চাবি নিয়ে চলে যাচ্ছিল বলে অভিযোগ। সেই রিমোট ও চাবি ফেরত চাইতে যান হোটেল কর্মচারী রাধাবল্লভ মণ্ডল। প্রথমে তাঁর উপর চড়াও হয় যাত্রীরা। বিষয়টি নিয়ে জানতে গেলে হোটেলের মালিকের উপর চড়াও হয়ে জনা কয়েক অবাঙালী পর্যটক। হোটেলের সামনেই মালিক দীপককুমার মণ্ডলকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মালিকের চিৎকারে আশেপাশের অন্যান্য হোটেলের কর্মীরা ছুটে গেলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। তাঁদের মধ্যে দুজনকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে।
[আরও পড়ুন: যোগ্য তো? নথি দিয়ে প্রমাণ করতে হবে রাজ্যের সব শিক্ষককে, জারি নির্দেশিকা]
তারাপীঠ লজ-হোটেল মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি বলেন, "আমাদের কাছে এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করব।" রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার জানান, "দর্শনার্থীরা কেন মারধর করেছে তা জিজ্ঞাসাবাদ চলছে এবং বিষয়টি আমরা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছি"।