সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থগিত হয়ে গেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্কসভা। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার, বক্তব্য রাখার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার স্বরাষ্ট্রদপ্তরের তরফে টুইট জানানো হয়েছে, অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বিতর্কসভা।
করোনা কালে চলতি বছরের জুলাই মাসে এই বিতর্কসভার পরিকল্পনা করেছিল লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেসময়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে আয়োজকরা আহ্বান জানান এতে অংশ নেওয়ার জন্য। তাঁদের আমন্ত্রণ গ্রহণ করে বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। সেইমতো, ২ ডিসেম্বর ভারতীয় সময়ে বিকেল ৫টা নাগাদ ভারচুয়ালি সেখানে অংশ নেওয়ার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর। অক্সফোর্ডের পড়ুয়ারা তাঁর জন্য প্রশ্নও তৈরি করে ফেলেছিলেন। অনলাইনে ৬০০র কাছাকাছি প্রশ্ন জমা পড়েছিল। তার মধ্যে থেকে নির্বাচিত কিছু প্রশ্ন তুলে দেওয়া হত মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে। তবে বিতর্কসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের মূল অংশ হত বাংলার উন্নয়ন।
[আরও পড়ুন: ‘দুয়ারে’ পৌঁছাল বাংলার সরকার, কলকাতার প্রথম স্বাস্থ্যসাথী কার্ড পেলেন হালতুর মমতা]
কিন্তু বুধবার বেলা ২ টো নাগাদ স্বরাষ্ট্রদপ্তরের তরফে জানানো হয়েছে, বিশেষ কারণে বিতর্কসভাটি স্থগিত করা হয়েছে শেষমুহূর্তে । সভাটি কবে হবে, পরবর্তীতে তা জানানো হবে।