সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন অভিনেতা-বিধায়কের নাম করে আর্থিক প্রতারণা করে গিয়েছেন তাঁর আপ্ত সহায়ক। কানে আসছিল তাঁর অনুপস্থিতিতেই বেআইনি কাজে লিপ্ত হয়েছে সে। কিন্তু প্রমাণ না থাকায় কিছুই করে উঠতে পারছিলেন না। কিন্তু প্রমাণ পেতেই আপ্ত সহায়ককে পুলিশের হাতে তুলে দিলেন তৃণমূলের (TMC) তারকা বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তিনি নিজেই এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধেবেলা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার পুলিশ গ্রেপ্তার করে সজল মুখোপাধ্যায় নামে তাঁর পারসোনাল অ্য়াসিস্ট্যান্টকে (PA)।
একুশের বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর (Chandipur) কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন তৃণমূলের তারকা প্রার্থী তথা টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। তারপর নিজের আপ্ত সহায়ক হিসেবে নিয়োগ করেন হুগলির কোন্নগরের বাসিন্দা সজল মুখোপাধ্যায়কে। মাস কয়েক ধরেই তিনি বিধায়ক সোহমের আপ্ত সহায়কের কাজ করছিলেন। অভিযোগ ওঠে, প্রায়শই সোহমের নাম করে তিনি নানাজনের কাছ থেকে অর্থ চাইতেন। কোনও কাজ দ্রুত করিয়ে দেওয়া হবে কিংবা কাউকে কোনও পদ পাইয়ে দেবেন – এমন নানা আশ্বাস দিয়ে মোটা অঙ্কের প্রতারণা করতেন।
[আরও পড়ুন: চলতি সপ্তাহেই খুলছে রাজ্যের প্রাথমিক স্কুল, নয়া কোভিড নির্দেশিকায় জানাল নবান্ন]
এ ধরনের অভিযোগের কথা কানে পৌঁছয় সোহমেরও। নিজের বিধানসভা কেন্দ্র চণ্ডীপুরের কাজ সামলে তিনি বেশিরভাগ সময় কলকাতায় থাকতেন। সেখানকার বাকি কাজকর্ম দেখভালের ভার ছিল সজলের উপর। অভিযোগ, সোহমের অনুপস্থিতির সুযোগেই সজল এসব কুকীর্তি করে বেড়াতেন। সোহম সমস্ত অভিযোগের কথা শুনেছিলেন কিন্তু প্রমাণ পাননি বলে এতদিন পুলিশের দ্বারস্থ হননি। তবে সজলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার প্রমাণ পেতেই তিনি চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সোমবার সন্ধেবেলা এলাকা থেকে সজলকে গ্রেপ্তার করে। পরে সোহম নিজে ভিডিও বার্তায় গোটা ঘটনা জানিয়েছেন। দুর্নীতির অভিযোগ পেয়ে সক্রিয় ভূমিকা নিয়ে নিজের আপ্ত সহায়ককে পুলিশের হাতে তুলে দিলেন তারকা বিধায়ক। তাতে তাঁর প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।