শান্তনু কর, জলপাইগুড়ি: দু’ চাকার অ্যাম্বুল্যান্সে মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে সকলের চোখে তিনি হয়ে উঠেছিলেন ‘অ্যাম্বুল্যান্স দাদা’। জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ক্রান্তির রাজাডাঙা এলাকা থেকে একজন সামান্য চা শ্রমিক করিমুল হকের মানবসেবার মুখ হয়ে ওঠার গল্প আজ কারওই অজানা নয়। রোগী পরিষেবায় অসামান্য অবদানের জন্য ২০১৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন করিমুল হক। রাজ্যের তরফেও মিলেছে একাধিক সম্মান। সেই করিমুল হকের জীবনী নিয়ে এবার বায়োপিক তৈরির কাজ শুরু করতে চলেছেন বলিউডের বিখ্যাত পরিচালক বিনয় মুদগল। নিজে হাতে লিখেছেন ছবির চিত্রনাট্য। অভিনেতা অভিনেত্রী এবং ছবির লোকেশন নির্বাচনের কাজ শেষ।
[আরও পড়ুন: এবার ওয়েব সিরিজে ফুটে উঠবে রাজীব গান্ধী হত্যাকাণ্ড]
জানা গিয়েছে, আগামী জুলাই মাসে শুরু হচ্ছে ছবির শুটিং। প্রথম শুটিং হবে দুবাইতে। ছবির শুটিং দেখার জন্য সপরিবারে দুবাই যাবার আমন্ত্রণ পেয়েছেন করিমুল হক। এখন নিজের ও পরিবারের সদস্যদের পাসপোর্ট তৈরিতে ব্যস্ত তিনি। হক সাহেব জানান, দেশের বাইরে কোনওদিন যাবার সুযোগ হয়নি। সেই কারণেই মুদগল সাহেবের আমন্ত্রণ ফেরাননি। যাতায়াতের সমস্ত খরচ বহন করবেন পরিচালক বিনয় মুদগল সাহেব। গত বছর ছবির চিত্রনাট্য লিখতে বসে দিন কয়েক গোটা ইউনিট নিয়ে জলপাইগুড়িতে কাটিয়ে যান পরিচালক। সেই সময় তিনি জানিয়ে গিয়েছিলেন ছবির শুটিং শুরু করবেন বিদেশে। শুটিং দেখতে আমন্ত্রণ জানানো হবে করিমূল হক ও তাঁর পরিবারকেও। সেই কথা রেখেছেন পরিচালক। সোমবার পাসপোর্ট তৈরির করতে দিনভর জলপাইগুড়ি বড় ডাকঘরে পাসপোর্ট অফিসেই কাটলো হক সাহেবের পরিবারের। কর্মীদের ব্যবহারে খুশি করিমুল হক। তিনি জানান, “পনেরো দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাব এমনই আশ্বাস দিয়েছেন পাসপোর্ট কেন্দ্রের কর্মীরা। এবার যাবার দিনক্ষণ কবে ঠিক হবে সেটাই জানার অপেক্ষা।”
[আরও পড়ুন: অভিনব কায়দায় নতুন ছবির ঘোষণা রণবীরের, শোনালেন এক ‘মিরাকল স্ক্রিপ্ট’-এর গল্প]
The post বায়োপিকের দৌলতে প্রথম বিদেশযাত্রা, শুটিং দেখতে দুবাই যাচ্ছেন করিমুল হক appeared first on Sangbad Pratidin.