shono
Advertisement

Breaking News

‘সিল্ক রোড’বিতর্ক, বেজিংয়ের মানভঞ্জনে চিন ছুটলেন পাক সেনাপ্রধান

মান ভাঙবে চিনের? The post ‘সিল্ক রোড’ বিতর্ক, বেজিংয়ের মানভঞ্জনে চিন ছুটলেন পাক সেনাপ্রধান appeared first on Sangbad Pratidin.
Posted: 08:12 PM Sep 17, 2018Updated: 08:13 PM Sep 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিল্ক রোড নিয়ে বিতর্কের মাঝে তিনদিনের চিন সফরে গিয়েছেন পাক সেনার প্রধান লেফটেন্যান্ট জেনারেল উমর জাভেদ বাজওয়া৷ রবিবার রাতেই বেজিং পৌঁছান তিনি৷ চিন-পাকিস্তানের মধ্যে নির্মিয়মান এই রোড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ইমরান সরকারের এক মন্ত্রী৷ এরপরেই উত্তেজনা বাড়ে বেজিং ও ইসলামাবাদের মধ্যে৷ সেই উত্তেজনায় ধামাচাপা দিয়ে চিনের ‘দয়াদাক্ষিণ্য’ পেতেই পাক সেনাপ্রধানের এই চিন সফর বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল৷

Advertisement

[‘বৌদ্ধ শিক্ষকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দীর্ঘদিনের’]

সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের সামনে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর(সিপিইসি)-র বিষয়ে মুখ খোলেন পাক মন্ত্রী আব্দুল রাজ্জাক দাউদ৷ ইমরান খানের মন্ত্রিসভার এই সদস্য বলেন, সিপিইসি ফলে আদতে লাভবান হয়েছে চিন৷ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েই বেজিং-এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে পূর্ববর্তী পাক সরকার৷ দেশের মানুষের কথা ভাবনেনি তাঁরা৷ চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর সংক্রান্ত চুক্তির বিষয়বস্তু পুনরায় খতিয়ে দেখারও ইঙ্গিত মিলেছে নয়া পাক সরকারের পক্ষ থেকে৷ জানা যায়, ওই চুক্তির শর্ত বা বিষয়গুলির মধ্যে কোনগুলি পাকিস্তানের জন্য লাভজনক এবং দেশের মানুষের স্বার্থকে মাথায় রেখে নেওয়া হয়েছে, কোন শর্তগুলি পাকিস্তানের পক্ষে ক্ষতিকারক, সেগুলি খতিয়ে দেখবে নয়া সরকার৷ পাক মন্ত্রী দাউদের এই মন্তব্যের পরেই চড়তে থাকে সিপিইসি বিতর্ক৷ চিনের পক্ষ থেকে বলা হয়, উভয়পক্ষের মতামত নিয়েই এই চুক্তি হয়েছে৷

[সমাজকর্মীদের গ্রেপ্তারি ঘিরে উত্তপ্ত লাহোর, প্রশাসনের বিরুদ্ধে পথে পড়ুয়ারা]

এমত পরিস্থিতিতে পাক সেনাপ্রধানের চিন সফরকে নজরে রেখেছে কূটনৈতিক মহল৷ আদতে চিন সরকারের মানভঞ্জন করতেই জেনারেল বাজওয়ার এই সফর বলে মনে করছেন অনেকে৷ তাঁদের যুক্তি, বর্তমানে আমেরিকার সঙ্গে চূড়ান্ত খারাপ সম্পর্ক তৈরি হয়েছে পাকিস্তানের৷ জঙ্গিবাদে মদত দেওয়ার অভিযোগে, ইসলামাবাদকে অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন৷ এমন পরিস্থিতিতে চিনের মনরক্ষা করা ছাড়া লাহোরের হাতে কোনও বিকল্প নেই বলে ওয়াকিবহাল মহলের মত৷

The post ‘সিল্ক রোড’ বিতর্ক, বেজিংয়ের মানভঞ্জনে চিন ছুটলেন পাক সেনাপ্রধান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement