shono
Advertisement

পিছু ছাড়ছে না দুর্নীতি! পাক মন্ত্রীকে মার্কিন বিমানবন্দরে দেখেই ‘চোর’বলে তাড়া বিক্ষোভকারীর, ভাইরাল ভিডিও

বিক্ষোভকারীকে অশ্রাব্য গালাগালি করেন পাক মন্ত্রীর সফরসঙ্গী।
Posted: 07:49 PM Oct 14, 2022Updated: 09:05 PM Oct 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহবাজ শরিফের (Shehbaz Sharif) পর এবার ইশাক দার- ফের চোর চোর আওয়াজ উঠল পাকিস্তানের এক মন্ত্রীর বিরুদ্ধে। আমেরিকার একটি বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাককে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন সেখানে উপস্থিত এক ব্যক্তি। সেই সময় ওই ব্যক্তিকে পালটা গালিগালাজ করতে থাকেন ইশাকের (Ishaq Dar) এক সফরসঙ্গী। গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

Advertisement

বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক বৈঠকে যোগ দিতে আমেরিকা গিয়েছিলেন পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী (Pakistan Finance Minister) ইশাক। সেখানে বিমানবন্দর থেকে বেরনোর সময়েই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন। সেদিকে ভ্রুক্ষেপ না করে এগিয়ে যান পাকিস্তানের অর্থমন্ত্রী। তখনও মিথ্যাবাদী বলে তাঁকে বিদ্রূপ করেন ওই ব্যক্তি। গোটা ঘটনার পরে রাগত দৃষ্টিতে তাকিয়ে চলে যান ইশাক দার।

[আরও পড়ুন: বোরখা-হিজাব পরলেই ৮০ হাজার টাকা জরিমানা, সুইজারল্যান্ডে চালু নয়া নিয়ম]

কিন্তু তাঁর এক সফরসঙ্গী এগিয়ে এসে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে চুপ করতে বলেন। তাতেও না থেমে ওই ব্যক্তিকে গালিগালাজ করতে থাকেন। তাঁকে হুমকি দিতেও শোনা যায়। তবে এই সফরসঙ্গীর পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। এহেন আচরণের পর তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা,তাও জানা যায়নি। প্রসঙ্গত, মাত্র কিছুদিন আগেই পাকিস্তানের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন ইশাক দার। তাঁর পূর্বসুরী মিফতাহ ইসমাইলের সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মতের অমিল হওয়ার কারণেই পদত্যাগ করেন প্রাক্তন অর্থমন্ত্রী।

পাক রাজনীতিবিদদের দেখে চোর চোর আওয়াজ ওঠা কোনও নতুন ব্যাপার নয়। দেশের জন্য আর্থিক প্যাকেজ আনতে সৌদি আরবে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানে বিখ্যাত মদিনা মসজিদে তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগান তোলেন স্থানীয় জনতা। লন্ডনের একটি কফিশপে পাকিস্তানের তথ্যমন্ত্রী মারিয়াম ঔরঙ্গজেবকে হেনস্তা করার অভিযোগ উঠেছিল। 

 [আরও পড়ুন: বিজেপির ভ্রূকুটি, রাজ্যাভিষেকে কোহিনুর খচিত রাজমুকুট পরবেন না হবু রানি ক্যামিলা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement