shono
Advertisement

লটারির পুরস্কারের টোপে ফাঁকা অ্যাকাউন্ট! কলকাতায় সক্রিয় পাক প্রতারণা চক্র

হাওলা চক্রের মাধ্যমে টাকা পৌঁছে যাচ্ছে বিদেশে৷ The post লটারির পুরস্কারের টোপে ফাঁকা অ্যাকাউন্ট! কলকাতায় সক্রিয় পাক প্রতারণা চক্র appeared first on Sangbad Pratidin.
Posted: 01:45 PM Jan 27, 2019Updated: 06:26 PM Jan 27, 2019

অর্ণব আইচ: লটারির পুরস্কারের নাম করে চল্লিশ জনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে মোটা অঙ্কের টাকা৷ ঘটনার তদন্তে নেমে সিআইডির হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, পাকিস্তান থেকে এই চক্র চালাচ্ছে এক দল প্রতারক৷ হাওলার মাধ্যমে এ রাজ্য থেকে হাত বদলে সেই টাকা পৌঁছে যাচ্ছে তাদের কাছে৷ এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছেন সিআইডি৷ ধৃতরা হল রাজেশ ঘোষ ও বিধান কীর্তনিয়া৷

Advertisement

[মারণ খেলা ব্লু হোয়েল থেকে মুক্তির পাঠ এবার স্কুল পাঠ্যে]

গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানে বসে দীর্ঘদিন ধরে কলকাতা-সহ ভারতের বিভিন্ন রাজ্যে প্রতারণা চালাত ওই চক্রটি৷ এক্ষেত্রে তাঁরা কাজে লাগাত কলকাতার বেশ কয়েকটি তথ্যপ্রযুক্তি সংস্থাকে৷ ওই সংস্থাগুলির সাহায্যে, প্রথমে কারও ফোনে লটারি জেতার মেসেজ পাঠানো হত৷ যাতে লেখা থাকত, বিপুল অঙ্কের আর্থিক পুরস্কার জেতার কথা৷ এরপর ওই ব্যক্তি পুরস্কার গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলে, তাঁকে বলা হত, প্রসেসিং ফি বাবদ কিছু অর্থ জমা করতে হবে৷ মেসেজ বা হোয়াটস অ্যাপের মাধ্যমে ওই ব্যক্তিকে অ্যাকাউন্ট নম্বর পাঠাতে বলত প্রতারকরা৷ মেসেজে অ্যাকাউন্ট নম্বর জানতে পারা মানেই সর্বনাশ! ধাপে ধাপে ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেত বিপুল পরিমাণ টাকা৷ জানা গিয়েছে, এইভাবে প্রায় চল্লিশ জন টাকা খুইয়েছেন৷

গত ১৩ জানুয়ারি এই প্রতারণার অভিযোগ জমা পড়ে পূর্ব মেদিনীপুরের এগরা থানায়৷ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ডি ধারায় মামলা রুজু করে পুলিশ৷ এরপর ঘটনার তদন্তে নামে সিআইডি৷ সেই তদন্তে নেমেই, গোয়েন্দাদের হাতে আসে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য৷ তদন্তকারীরা জানতে পারেন, চিনার পার্কের একটি তথ্যপ্রযুক্তি সংস্থার মাধ্যমে চালানো হয়েছে এই প্রতারণা৷ সেই সংস্থারই ডিরেক্টর ও ম্যানেজার পদে কাজ করত ধৃত রাজেশ ঘোষ ও বিধান কীর্তনিয়া নামে দু’জন৷ ইতিমধ্যেই ধৃতদের জেরা করতে শুরু করেছে গোয়েন্দারা৷ এই চক্রের পিছনে আর কারা যুক্ত রয়েছে? কীভাবে সেই টাকা কলকাতা থেকে হওলা চক্রের মাধ্যমে পাকিস্তানে পৌঁছে যেত? এই সমস্ত প্রশ্নের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা৷

The post লটারির পুরস্কারের টোপে ফাঁকা অ্যাকাউন্ট! কলকাতায় সক্রিয় পাক প্রতারণা চক্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement