shono
Advertisement

কুলভূষণের ফাঁসিতে স্থগিতাদেশ, ‘বদলা’নিতে AIFF ওয়েবসাইট হ্যাক পাকিস্তানের

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট হ্যাক করে অশ্রাব্য ভাষায় ভারত বিরোধী বক্তব্য পোস্ট করা হয়। The post কুলভূষণের ফাঁসিতে স্থগিতাদেশ, ‘বদলা’ নিতে AIFF ওয়েবসাইট হ্যাক পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:19 PM May 10, 2017Updated: 08:49 AM May 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক আদালত ভারতীয় নৌসেনা অফিসার কুলভূষণ যাদবের ফাঁসির সাজার উপর স্থগিতাদেশ দেওয়ায় ‘বদলা’ নিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন-এর ওয়েবসাইট হ্যাক করল পাক হ্যাকাররা, এমনটাই অভিযোগ উঠল বুধবার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইট হ্যাক করার পর সেখানে কুলভূষণের ছবি আপলোড করে পাক হ্যাকাররা লেখে, ‘ওকে জীবন্ত নিয়ে যেতে দেব না।’

Advertisement

পাক হ্যাকার, যারা নিজেদের ‘জিরো কুল’ বলে দাবি করেছে, এআইএফএফ-এর ওয়েবসাইটের হোমপেজে ভারত বিরোধী বক্তব্য পোস্ট করে। ওয়েবসাইটটির ব্যাকগ্রাউন্ডে অশ্রাব্য ভাষায় কুরুচিকর হুমকি পোস্ট করা হয়। এমনকী, ভারতীয় নাগরিকদের বিরুদ্ধেও একাধিক উস্কানিমূলক মন্তব্য পোস্ট করা হয়। লেখা হয়, স্ন্যাপচ্যাট ও স্ন্যাপডিলের পার্থক্য যারা বোঝে না, তাদের আবার কুলভূষণকে ফেরত চাই। লেখা হয়েছে, ‘কী চাই? যাদবকে? পাঠাব, তবে জীবন্ত নয়, মৃত।’

তবে শেষ পাওয়া খবরে, ওয়েবসাইটটি ফের হ্যাকারদের কবল থেকে ফিরিয়ে আনা গিয়েছে। এই বিষয়ে এআইএফএফ এখনও কোনও বিবৃতি জারি করেনি। ‘জিরো কুল’ কোনও সাইবার হামলাকারী গোষ্ঠী নাকি কোনও একজন দুষ্কৃতী, সেটা এখনও জানা যায়নি। কুলভূষণ যাদবকে নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যে এই ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কে তিক্ততা আরও বাড়ল বলেই মনে করা হচ্ছে।

The post কুলভূষণের ফাঁসিতে স্থগিতাদেশ, ‘বদলা’ নিতে AIFF ওয়েবসাইট হ্যাক পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement