shono
Advertisement

Breaking News

ভারতকে জবাব দিতে গিয়ে হাসির খোরাক পাক সাংবাদিক

কী এমন করলেন সাংবাদিক? The post ভারতকে জবাব দিতে গিয়ে হাসির খোরাক পাক সাংবাদিক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:59 PM Feb 24, 2019Updated: 05:59 PM Feb 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তানের ঠান্ডা লড়াই লেগেই ছিল৷ পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা সামনে আসার পর সেই দ্বৈরথ আরও প্রকট হয়েছে৷ পাকিস্তানকে বিভিন্ন ক্ষেত্রেই বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ এতেই যেন আঁতে ঘা লেগেছে পাকিস্তানের৷ একটি চ্যানেলের শো-তে ভারতের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন পাক সাংবাদিক৷ কিন্তু কাল হয়ে দাঁড়াল তাঁর অঙ্গভঙ্গি৷ বাহবার পরিবর্তে নেটদুনিয়ায় রীতিমতো হাসির খোরাক হলেন ওই কীর্তিমান৷

Advertisement

[পাকিস্তান মুর্দাবাদ’ বললেই খাবারে মিলবে আকর্ষণীয় ছাড়!]

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় প্রায় ২৫০০ জন সিআরপিএফ জওয়ানের একটি কনভয় যাচ্ছিল৷ ওই কনভয়ে আচমকাই প্রচুর বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ঢুকে পড়ে৷ একটি গাড়িতে ধাক্কা মেরে বিস্ফোরণ হয়৷ সঙ্গে সঙ্গে ছিন্নভিন্ন হয়ে যায় ৪২ জন ভারতীয় জওয়ানের শরীর৷ পরে হাসপাতালে শহিদ হন আরও সাতজন৷ হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ৷ এই ঘটনার প্রতিবাদে সরব গোটা দেশ৷ পুলওয়ামায় জঙ্গি হানার পর ইসলামাবাদকে ভাতে মারতে বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি৷ কেড়ে নেওয়া হয়েছে পাকিস্তানের ‘মোস্ট ফেভারড নেশনে’র তকমা৷ সেদেশ থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক বাড়িয়ে ২০০ শতাংশ করা হয়েছে৷ কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে গোটা দেশ৷ যারা ভারতীয় জওয়ানদের হত্যা করেছে, তাদের বিরোধিতার ইস্যুতে একমত মধ্যপ্রদেশের ঝাপুয়ার কৃষকরা৷ পাকিস্তানকে টমেটো রপ্তানি করবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা৷

[OMG! পিগ আইল্যান্ডে ফটোশুট করতে গিয়ে এ কী হাল হল লাস্যময়ী মডেলের!]

ভারতের এই সিদ্ধান্তে সমালোচনায় সরব পাকিস্তান৷ পণ্যের জোগান না দেওয়ার বিরোধিতায় সরব সংবাদমাধ্যমগুলিও৷ এই ঘটনার প্রসঙ্গে পাকিস্তানি এক সাংবাদিক বলেন,‘‘ভারত সস্তার রাজনীতি করছে৷ ভারত ভেবেছে পাকিস্তানিরা টমেটো ছাড়া বাঁচতে পারবেন না৷ পাকিস্তান একটি পরমাণু বোমা তৈরি করেছে৷ ভারতকে টমেটোর জোগান বন্ধের জবাব দেওয়ার সময় এসেছে৷ ভারতকে টমেটোর বদলা হিসাবে পরমাণু বোমায় জবাব দেবে পাকিস্তান৷’’ এরপর তিনি বলেন, ‘‘তউবা-তউবা৷’’

নেটদুনিয়ার দৌলতে অনুষ্ঠানের এই ভিডিও ক্লিপিং ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ নেটদুনিয়ায় রীতিমতো কটাক্ষের শিকার হয়েছেন ওই সাংবাদিক৷ পাকিস্তানকে টমেটো রপ্তানি বন্ধের সিদ্ধান্তে বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে তাঁর অঙ্গভঙ্গি নিয়েই নেটদুনিয়ায় খোঁচা খাচ্ছেন ওই সাংবাদিক৷

 

 

The post ভারতকে জবাব দিতে গিয়ে হাসির খোরাক পাক সাংবাদিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার