shono
Advertisement

ইমরানের বাড়িতে লুকিয়ে ২২০০ জঙ্গি সমর্থক! প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ‘নোটিস’ ধরাল পুলিশ

ইমরানের যুক্তিতে খালি হাতেই ফিরতে হল পুলিশকে।
Posted: 02:43 PM May 20, 2023Updated: 02:43 PM May 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি সমর্থকদের আশ্রয় দিয়েছেন ইমরান খান (Imran Khan)। এমন অভিযোগ তুলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে হানা দেয় বিশাল পুলিশবাহিনী। লাহোরের জমন পার্কে ইমরানের বাড়িতে তল্লাশি চালাতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু সেই তল্লাশিতে বাধা দেন ইমরান। তাঁর দাবি, বাড়িতে কোনও জঙ্গি সমর্থক লুকিয়ে নেই। তল্লাশি চালাতে হলে হাই কোর্টের নির্দেশ মেনে বিশেষ কমিটি তৈরি করতে হবে। শেষপর্যন্ত ইমরানের যুক্তির কাছে পরাস্ত হয়ে ২২০০ ‘ওয়ান্টেড’ সমর্থকের নামের তালিকা দিয়ে ফিরে যায় পুলিশ।

Advertisement

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারির প্রতিবাদে পাক সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালায় পিটিআই সমর্থকেরা। ভাঙচুর হয়। ইমরানের গ্রেপ্তারির পর দেশজুড়ে পিটিআই সমর্থকরা যেভাবে বিক্ষোভ শুরু করেছিলেন, তার নিন্দা করেছেন ইমরান-সহ দলীয় নেতৃত্ব। তবে পাক সরকার অভিযোগ করে, ওই দিনের ঘটনায় মূল অভিযুক্তদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন ইমরান। এমনকি অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দিতে ইমরানকে সময়সীমাও বেঁধে দেয় সরকার। যদিও সেই দাবি একেবারে উড়িয়ে দেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এরপরই শুক্রবার তাঁর বাড়ি ঘিরে তল্লাশি চালানোর পরিকল্পনা নেয়।

[আরও পড়ুন: মদনের বিস্ফোরক অভিযোগে কড়া পদক্ষেপ, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা SSKM অধিকর্তার]

 

এদিকে বাড়িতে ‘জঙ্গি সমর্থক’দের লুকিয়ে রাখার অভিযোগ অস্বীকার করেছেন ইমরান। তাঁর কথায়, “ওঁরা এসে প্রথমে বলল বাড়িতে জঙ্গি লুকিয়ে আছে। তারপর বলল, কিছু ‘ওয়ান্টেড’ ব্যক্তিকে খুঁজতে হানা দিয়েছে।” তল্লাশিতে বাধা প্রসঙ্গে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন, “আমি আগেও বলেছি। তল্লাশি করতে হলে হাই কোর্টের নির্দেশ প্রয়োজন। হাই কোর্টের নির্দেশে বিশেষ কমিটি গড়তে হবে, যেখানে আমাদের সমর্থক এবং সরকারের সদস্য থাকবে। তবেই বাড়িতে তল্লাশি করতে দেব। তল্লাশির সময় মহিলা পুলিশ কর্মীকে থাকতে হবে।” তিনি আরও জানান, “পুলিশকে বলেছিলাম, আমার বাড়িতে ঢুকে দেখুন। কোনও ওয়ান্টেড ব্যক্তি লুকিয়ে নেই। কিন্তু ওঁরা দেখতে চাননি। তল্লাশি করতে চেয়েছিলেন।” শেষপর্যন্ত ইমরানের যুক্তির কাছে হার মেনে ফিরে যায় পাক পুলিশবাহিনী। তবে ২ হাজারেরও বেশি জঙ্গি সমর্থকের নামের তালিকা ইমরানকে দিয়ে গিয়েছে পাক পুলিশ। সেনার সদর দপ্তরে হামলার অভিযোগে যাদের খোঁজ করছে পুলিশ।

[আরও পড়ুন: বানচাল শুভেন্দুর পরিকল্পনা? ‘বাতিল, রুচিহীন’ সোনালি গুহকে আর দলে চায় না বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement