shono
Advertisement

ভারতে পারমাণবিক হামলা চালাতে মাটির নিচে গোপন অস্ত্রাগার পাকিস্তানে

পাহাড়ের নীচে গোপন অস্ত্রাগার The post ভারতে পারমাণবিক হামলা চালাতে মাটির নিচে গোপন অস্ত্রাগার পাকিস্তানে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:11 PM May 18, 2017Updated: 12:42 PM May 18, 2017

প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে ভারতের পারমাণবিক হামলা ঠেকাতে সম্প্রতি শাহিন-৩ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে পাকিস্তান৷ এবার খাইবার-পাখতুনখোয়ায় পাকিস্তানে গোপন পারমাণবিক অস্ত্রাগারের সন্ধান মিলল৷

Advertisement

[বিশ্ব আদালতে বড় জয় ভারতের, কুলভূষণের মৃত্যুদণ্ডে জারি স্থগিতাদেশ ]

জানা যাচ্ছে, খাইবার পাখতুনখোয়ার হরিপুরে পিরথান পাহাড়ের নিচে গোপন পারমাণবিক অস্ত্রাগার তৈরি করেছে পাকিস্তান৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের আশঙ্কা, এই গোপন অস্ত্রাগারে পরমাণুবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন-৩ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করে রাখতে হয়েছে৷ আর তা যদি হয়ে থাকে, তাহলে ভারতের চিন্তার যথেষ্ট কারণ আছে বলেই মত বিশেষজ্ঞদের৷ কারণ খাইবার পাখতুনখোয়ার যে জায়গায় এই গোপন অস্তাগারের সন্ধান মিলেছে, সেখান থেকে মাত্র ৩২০ কিমি দুরে পাঞ্চাবের অমৃতসর৷ দিল্লি ও চণ্ডীগড়ের দুরত্বও খুব বেশি নয়৷

[মালেগাঁও পুরভোটে রেকর্ড সংখ্যক মুসলিম প্রার্থী দিল বিজেপি]

তবে এই শুধু খাইবার পাখতুনখোয়াই নয়, গত কয়েক বছর ধরেই দেশের নানা প্রান্তে এইরকম গোপন পারমাণবিক অস্ত্রাগার তৈরি করেছে পাকিস্তান৷ এমনই দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের৷ ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি, ২০০৩ সাল থেকে দেশ জুড়ে এই গোপন অস্ত্রাগার তৈরির কাজ শুরু করে পাক-সরকার৷ খুব সম্ভবত ২০১১ সালে গোপন অস্ত্রাগার তৈরির কাজ শেষ হয়েছে৷ কিন্তু তা ঘুণা্ক্ষের টের পায়নি ভারত৷ ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমে আরও দাবি করা হয়েছে, ওই গোপন অস্ত্রাগারের পার্শ্ববর্তী এলাকায় রীতিমতো প্রশাসনিভবন, অফিসার আবাসন, মসজিদ সহ ক্যাম্পাস বানিয়ে ফেলেছে পাক-সরকার৷

তবে সংবাদমাধ্যমে যাই বলা হোক না কেন, সরকারিভাবে এই প্রথম পাকিস্তানের গোপন অস্ত্রাগারের সন্ধান পেল ভারত৷ স্বাভাবিকভাবে উদ্বিগ্ন ভারত৷ আপাতত সীমান্তের ওপারে এইরকম আর কত গোপন অস্ত্রাগার রয়েছে, তার খোঁজ চালাচ্ছেন ভারতের গোয়েন্দারা৷ প্রসঙ্গত, এখন পাকিস্তানের হাতে প্রায় ১৪০ টা পরমাণবিক বোমা রয়েছে বলে সূত্রে খবর৷

The post ভারতে পারমাণবিক হামলা চালাতে মাটির নিচে গোপন অস্ত্রাগার পাকিস্তানে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার