সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক সেনেটে পাস হয়ে গেল হিন্দু বিবাহ বিল। আইন হতে আর মাত্র এক কদম দূরে রয়েছে বিলটি। শুক্রবার সর্বসম্মতভাবে পাস হয়ে গেল ঐতিহাসিক ‘দ্য হিন্দু ম্যারেজ বিল ২০১৭’। এই প্রথম পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের বিবাহের জন্য পৃথক কোনও আইন পাস হল। এখন থেকে সে দেশে কোনও হিন্দুর বিবাহ হলে একজন স্বীকৃত পন্ডিতের স্বাক্ষর-সহ সরকারি নথি মিলবে।
গত ২৬ সেপ্টেম্বর ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই বিলকে সবুজ সঙ্কেত দেওয়া হয়। এখন অপেক্ষা রাষ্ট্রপতির চূড়ান্ত সম্মতির। সেটাও আগামী সপ্তাহের মধ্যে মিলে যাবে বলে আশা করা হচ্ছে। এই বিলের অধীনে হিন্দু মহিলাদের বিবাহের প্রমাণপত্র দেওয়া হবে। এই প্রথম পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের জন্য প্রথম কোনও আলাদা আইন পাস হল। পাঞ্জাব, বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়ায় এই আইন লাগু হবে। পাকিস্তানের ‘ডন’ সংবাদপত্র মোতাবেক, সিন্ধ প্রদেশে ইতিমধ্যেই একটি পৃথক হিন্দু বিবাহ আইন লাগু রয়েছে।
(বিয়ের খরচে রাশ টানতে বলা এই সাংসদের নিজের বিয়ের খরচ জানেন?)
The post পাক সেনেটে পাস হিন্দু বিবাহ বিল appeared first on Sangbad Pratidin.