সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলসীমা লঙ্ঘন করার অভিযোগে পাক উপকূলরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার ১৬ জন ভারতীয় মৎস্যজীবী। বুধবার এই গ্রেপ্তারির খবর প্রকাশ্যে এনেছে পাক উপকূলরক্ষী বাহিনী। জানা গিয়েছে, আরব সাগরে মাছ ধরতে গিয়েই কোনওভাবে দেশের জলসীমা পেরিয়ে মৎস্যজীবীদের তিনটি ট্রলার পাকিস্তানে ঢুকে পড়ে। অনুপ্রবেশের আঁচ পেয়েই অভিযানে নেমেছিল পাকিস্তানি উপকূলরক্ষী বাহিনী। প্রায় সঙ্গেসঙ্গেই মাছ সমেত ট্রলার তিনটিকে আটক করা হয়। পরে ট্রলারে থাকা মৎস্যজীবীদের গ্রেপ্তার করেন উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত সোমবার। তবে এদিনই পাকিস্তানের তরফে গ্রেপ্তারির প্রসঙ্গ প্রকাশ্যে আনা হয়েছে। এদিকে গ্রেপ্তারির ঘটনায় দুশ্চিন্তার প্রহর গুনছেন মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা।
পাক উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, মৎসজীবীদের ট্রলার তিনটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। করাচির বন্দর থানায় গ্রেপ্তার হওয়া ভারতীয় মৎস্যজীবীদের বিরুদ্ধে অভিয়োগও দায়ের হয়েছে।
[উনিশের ভোটের পর ফের ভারতকে শান্তির বার্তা দেবে পাকিস্তান]
উল্লেখ্য, আরব সাগরের নির্দিষ্ট জলসীমা লঙ্ঘিত হলেই দু’দেশের উপকূলরক্ষী বাহিনীই অনুপ্রবেশকারী মৎস্যজীবীদের গ্রেপ্তার করে। এটি কোনও নতুন ঘটনা নয়। বলা বাহুল্য, ভারত-পাকিস্তান সীমান্তের সুনির্দিষ্ট জলসীমা সম্পর্কে অজ্ঞতার জন্যই মৎস্যজীবীদের এই দশায় পড়তে হয়। সাধারণত, মাঝ সমুদ্রে ঠিক কোন এলাকায় ভারতীয় জলসীমা শেষ হয়ে যাচ্ছে, তা বোঝার ক্ষমতা বেশিরভাগ মৎস্যজীবীরই নেই। তাই অসাবধানতা বশতই তাঁরা দেশের জলসীমা লঙ্ঘন করে পাকিস্তানের এলাকায় ঢুকে পড়েন। তাতেই ঘটে বিপত্তি। একবার উপকূলরক্ষী বাহিনীর হাতে পড়লে সোজা ঠাঁই হয় জেলে।
[কাশ্মীরে নিহত জঙ্গির স্মরণসভা পাকিস্তানে, হাজির হাফিজ সইদ]
The post পাক উপকূলরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার ১৬ ভারতীয় মৎস্যজীবী appeared first on Sangbad Pratidin.