shono
Advertisement

বন্ধুত্বের বার্তা ইমরানের, বদলার হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

সিধুর বন্ধুত্বের জবাব মিলল হুমকিতে৷ The post বন্ধুত্বের বার্তা ইমরানের, বদলার হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:22 PM Sep 07, 2018Updated: 04:22 PM Sep 07, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”অভ্যাস যায় না ধুলে, স্বভাব যায় না মলে”! পাকিস্তানের জন্যই মনে হয় এই প্রবাদটি তৈরি হয়েছে৷ অতীতে যতবারই তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, ততবারই জবাবে মিলেছে বিশ্বাঘাতকতা৷ এবারও তার অন্যতা হল না৷ বন্ধুত্বের বার্তা দিয়ে সম্প্রতি পাকিস্তানে গিয়েছিলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু৷ তাঁর জবাবে পাকিস্তান থেকে আবারও বদলার হুঁশিয়ারি পেল ভারত৷ আর এই হুমকি দিলেন খোদ পাক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উমর জাভেদ বাজওয়া৷ যাকে আলিঙ্গন করেন সিধু৷ পাশাপাশি, রাওয়ালপিণ্ডি আরও স্পষ্ট করে দিল যে, প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে শান্তির কথা বললেও তাঁরা সেই পথে হাঁটতে নারাজ৷

Advertisement

[দাউদ-সইদের খোঁজে ভারতকে সাহায্য, ঘোষণা ট্রাম্প প্রশাসনের]

পাকিস্তানের ৫৩তম প্রতিরক্ষা দিবসে নাম না করে ভারতের বিরুদ্ধে কার্যত বিষোদগার করলেন পাক সেনাপ্রধান৷ জানালেন, সঠিক সময়ে সীমান্তে রক্তক্ষরণের বদলা নেবে পাকিস্তান৷ যারা পাকিস্তানের দিকে খারাপ নজরে তাকানোর চেষ্টা করবে তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে৷ আর পাক সেনা প্রধানের এই হুঁশিয়ারিই আবারও উসকে দিয়েছে বিতর্ক৷ পাক প্রধানমন্ত্রীর তখতে বসেই ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন ইমরান খান৷ জানিয়েছিলেন ভারত এক কদম এগোলে, পাকিস্তান দু’কদম এগোবে৷ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, জাতীয় প্রতিরক্ষা দিবসের দিন এমন হুঁশিয়ারি দিয়ে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে পাকিস্তান৷ তাঁরা যে, কোনও ভাবেই আপসের রাস্তায় হাঁটবে না তা বুঝিয়ে দিয়েছেন রাওয়ালপিণ্ডি শীর্ষ কর্তারা৷

[২০২৫-এর মধ্যে পাকিস্তানের ভাণ্ডারে ২৫০টি পারমাণবিক বোমা!]

উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু৷ হাত বাড়িয়ে দিয়েছিলেন বন্ধুত্বের৷ শপথগ্রহণ অনুষ্ঠানে পাক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উমর জাভেদ বাজওয়াকে আলিঙ্গন করে এবং পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে বসে বিতর্কে জড়ান তিনি৷ চরম সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে৷ যদিও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটর৷ তাঁর পাশে দাঁড়ায় কংগ্রেসও৷ পাকিস্তানের এই চেহারা দেখার পর আবারও সিধুকে বিঁধতে শুরু করেছেন গেরুয়াপন্থীরা৷ তাঁর বিরুদ্ধে জমতে শুরু করেছে ক্ষোভ৷ এবার সমালোচকদের পক্ষ থেকে দাবি উঠেছে, সকলের নিষেধকে অমান্য করে বন্ধুত্বের বার্তা দিয়ে আগে যেহেতু সিধু পাকিস্তানে গিয়েছেন৷ এবার ইসলামাবাদের এই আচরণের জন্য তাঁকেই জবাবদিহি করতে হবে৷

The post বন্ধুত্বের বার্তা ইমরানের, বদলার হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement