সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান নয়, চলতি বছর এশিয়া কাপ আয়োজিত হতে চলেছে শ্রীলঙ্কায়। এ বিষয়টি কার্যত নিশ্চিত হয়ে যেতেই ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। এহেন সিদ্ধান্তের প্রতিবাদে এবার শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার প্রস্তাব খারিজ করল পাক বোর্ড।
আসন্ন এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারতীয় বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় যে, পাকিস্তানে গিয়ে খেলবে না ভারত। বরং নিরপেক্ষ কেন্দ্রে টুর্নামেন্ট আয়োজন করতে হবে। পাকিস্তান যার পালটা হিসেবে প্রথম ‘হাইব্রিড’ মডেল পেশ করে। বলে যে, পাকিস্তানের ম্যাচ দেওয়া হোক পাকিস্তানে। ভারত (Team India) খেলুক নিরপেক্ষ কেন্দ্রে। কিন্তু সেটাও খারিজ হয়ে যায়। তবে তাতেও হাল ছাড়েনি পিসিবি। দ্বিতীয় ‘হাইব্রিড’ মডেল পেশ করা হয়।
[আরও পড়ুন: চেন্নাইয়ে কাজে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনা, বরাতজোরে রক্ষা ক্যানিংয়ের শ্বশুর-বউমার]
পাক ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়, টুর্নামেন্টের চারটে থেকে ছ’টা ম্যাচ হোক পাকিস্তানে। বাকিটা হোক সংযুক্ত আরব আমিরশাহীতে। পাক বোর্ড থেকে এটাও বলে দেওয়া হয় যে, তাদের এই মডেলও খারিজ হয়ে গেলে তারা এশিয়া কাপ থেকে সরে দাঁড়াবে। এশীয় ক্রিকেট কাউন্সিল (ACC) থেকেও বেরিয়ে যাবে! এরপরও জানা যায়, এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজনে শ্রীলঙ্কার প্রস্তাবকেই স্বীকৃতি দিতে চলেছে এসিসি। আর তাতেই এবার শ্রীলঙ্কার সঙ্গে পাক বোর্ডের সম্পর্কে চিড় ধরল।
পিসিবি সূত্রে জানা গিয়েছে, এশিয়া কাপ আয়োজনকে ঘিরে দুই বোর্ডের মধ্যে তিক্ততা তৈরি হয়েছে। যে কারণে আগামী মাসে ওয়ানডে সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কার দেওয়া প্রস্তাবে রাজি হয়নি পাক বোর্ড। জুলাইয়ে শ্রীলঙ্কায় জোড়া টেস্ট খেলার কথা পাকিস্তানের। যা আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। শ্রীলঙ্কান বোর্ড এই সফরেই পাকিস্তানকে কয়েকটি ওয়ানডে ম্যাচ খেলারও প্রস্তাব দেয়। কিন্তু তা পত্রপাঠ খারিজ করে দেয় পিসিবি বলেই খবর। আর এতেই স্পষ্ট, দীর্ঘিদন পর এশিয়া কাপের মতো টুর্নামেন্টের আয়োজন হাতছাড়া হতে চলায় শ্রীলঙ্কার উপর ক্ষুব্ধ পিসিবি চেয়ারম্যান নাজম শেঠী।