shono
Advertisement

পাকিস্তান ছাড়ার চূড়ান্ত বার্তা অবৈধ অভিবাসীদের, আতঙ্কে আফগান শরণার্থীরা

১ নভেম্বরের মধ্যেই স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে।
Posted: 02:06 PM Oct 27, 2023Updated: 02:06 PM Oct 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিবাসীদের শেষবারের মতো সতর্কবার্তা দিল পাকিস্তান। যে সমস্ত অভিবাসীর কাছে উপযুক্ত নথিপত্র নেই, তাঁরা যেন অবিলম্বে দেশে ফিরে যান। ১ নভেম্বরের মধ্যেই তাঁদের স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়ার বার্তা দেওয়া হল ইসলামাবাদের পক্ষ থেকে। 

Advertisement

রয়টার্স সূত্রে খবর, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক ডেকে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি (Sarfraz Bugti) অভিবাসীদের দেশ ছাড়ার বার্তা দিয়েছেন। এই অভিবাসীদের মধ্যে একটা বড় অংশের মানুষ সীমান্ত পার হয়ে আফগানিস্তান থেকে পাক (Pakistan) ভূমে এসে বাস করতে শুরু করেছেন। বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনায় আফগানিস্তানের (Afghanistan) নাগরিকদের জড়িয়ে পড়ার ঘটনা প্রকাশে আসতেই নড়চড়ে বসেছে ইসলামাবাদ (Islamabad)।   

[আরও পড়ুন: ‘নাগরিকদের নিরাপত্তাই সবার আগে’, সিরিয়ায় ইরান সেনার ‘ঘাঁটি’তে হামলা মার্কিন সেনার]

জানা গিয়েছে, দেশের ২৪টি আত্মঘাতী হামলার মধ্যে ১৪টিই ঘটিয়েছেন আফগান নাগরিকরা, এমনটাই বলছে পরিসংখ‌্যান। এই অবস্থায় আফগানদের অবিলম্বে দেশে ফিরে যেতে বলেছেন সরফরাজ বুগতি। ১ নভেম্বরের পর তাঁদের কেউ ধরা পড়লে কঠোর পদক্ষেপ করার হুমকিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এই অভিবাসীরা, বিশেষত আফগানরা যে সদ‌্য দেশ ছেড়ে এসেছেন এমন নয়। অনেকেই বেআইনিভাবে দীর্ঘদিন পাকিস্তানেই বাস করছেন বলে খবর। তবে এবার তাঁরা দেশ না ছাড়লে সরকারি কেন্দ্রে তাঁদের পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বুগতি। 

[আরও পড়ুন: হামাস হামলার নেপথ্যে ভারত-মধ্যপ্রাচ্যের করিডর! বাইডেনের মন্তব্যে সাফাই হোয়াইট হাউসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement