সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্যতই ‘ভিখারির দশা’ পাকিস্তানের (Pakistan)। ধুঁকছে সেদেশের অর্থনীতি। কী করে পরিস্থিতি সামাল দেবে ভেবে পাচ্ছে না প্রশাসন। এহেন অবস্থায় শাহবাজ শরিফের সরকারের নয়া নির্দেশ, সমস্ত বিলের পাওনা আটকে দেওয়ার। যার মধ্যে রয়েছে বেতনও। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।
পাকিস্তানের অর্থ ও রাজস্ব মন্ত্রক ‘অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফ পাকিস্তান রেভিনিউজ’-কে জানিয়ে দিয়েছে সমস্ত মন্ত্রকের বিল আটকে দেওয়ার জন্য। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই অবস্থা চলবে। এর ফলে আটকে গিয়েছে সরকারি কর্মীদের বেতনও। তবে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার অবশ্য মানছেন না, এমন কোনও নির্দেশ দেওয়া হয়েছে বলে। কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এমন দাবি করলেও তাঁর দাবিতে কার্যতই সেই জোর ছিল না। তিনি বলেন, ”সম্ভবত খবরটি মিথ্যে। আমি খোঁজ নিয়ে জানাব।”
[আরও পড়ুন: ‘ইংরেজি জানি না স্যর’, শুনেই ক্ষুব্ধ বিচারপতি শিক্ষককে বললেন, ‘গেট আউট’]
উল্লেখ্য, ইসলামাবাদের এই খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছে ‘বন্ধু’ চিন (China)। তাদের তরফে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়া হয়েছে পাকিস্তানকে। এদিকে দীর্ঘ আলোচনার শেষে কঠিন শর্তের বিনিময়ে আইএমএফের ঋণ নিতে বাধ্য হয়েছে পাকিস্তান। তারপরেই আন্তর্জাতিক সংস্থাটির শর্ত মেনে মঙ্গলবার নতুন বিল পাশ হয় পাক সংসদে। এতে কর ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছে শাহবাজ শরিফের সরকার। ফলে আমজনতার উপর করের বোঝা বিপুল ভাবে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে সাধারণ পাক জনতার অবস্থা তথৈবচ।