shono
Advertisement

Breaking News

ভালো জায়গায় থেকেও বক্সিং ডে টেস্টে হার, অজিদের বিরুদ্ধে এক টেস্ট বাকি থাকতে সিরিজ খোয়াল পাকিস্তান

বক্সিং ডে টেস্ট ৭৯ রানে জিতে নিল অজিরা।
Posted: 02:19 PM Dec 29, 2023Updated: 09:33 AM Dec 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় ব্যবধানে অস্ট্রেলিয়ার (Australia) কাছে প্রথম টেস্টে হার মেনেছিল পাকিস্তান (Pakistan)। দ্বিতীয় টেস্টে সমতা ফেরানোর উদ্দেশ্য নিয়ে খেলতে নেমেছিল পাক দল। কিন্তু বক্সিং ডে টেস্ট ৭৯ রানে জিতে নিল অজিরা। আঘা সলমনকে সঙ্গে নিয়ে মহম্মদ রিজওয়ান যুদ্ধ জয়ের  দিকেই এগোচ্ছিলেন।
জয়ের গন্ধ পেতে শুরু করেছে পাকিস্তান, ঠিক সেই সময়েই কহানি মে টুইস্ট। প্যাট কামিন্সের বলে মহম্মদ রিজওয়ান আউট হন। তার পরে ১৮ রানে শেষ পাঁচ উইকেট হারায় পাকিস্তান। তিন টেস্টের সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। সিডনিতে হবে তৃতীয় টেস্ট ম্যাচ। এই টেস্টের আর গুরুত্ব রইল না। 

Advertisement

[আরও পড়ুন: প্রথম ম্যাচে বিশ্রী হারের পরে রোহিতদের দলে নতুন বোলার, কাকে নিল ভারত?]

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৩১৮ রান। পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৬৪ রানে। দ্বিতীয় ইনিংসে অজিরা করে ২৬২ রান। ৩১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আঘা সলমন ও মহম্মদ রিজওয়ানের লড়াইয়ে যুদ্ধের গন্ধ পেতে শুরু করে পাকিস্তান। ষষ্ঠ উইকেটে পাকিস্তান ২০০ রান অতিক্রম করে ফেলে। আঘা সলমন (৫০) ও রিজওয়ানকে (৩৫) দেখে কোনও সময়েই মনে হয়নি তাঁদের সমস্যায় ফেলতে পারেন অজি বোলাররা।
জয়ের জন্য পাকিস্তানের যখন দরকার আর মাত্র ৯৮ রান, তখনই কামিন্সের শর্ট বলে উইকেটের পিছনে ধরা পড়েন রিজওয়ান । অজিরা আবেদন করলেও ফিল্ড আম্পায়ার সেই যাত্রায় আউট দেননি। রিজওয়ানকে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। ধরেই নিয়েছিলেন তাঁর ব্যাটে বা গ্লাভসে বল ছোঁয়নি। অস্ট্রেলিয়ানরা রিভিউ নিলে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট দেন রিজওয়ানকে। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান। 

[আরও পড়ুন: ‘তোমরাও কিছু করো’, সেঞ্চুরিয়নে হেরে তিন পেসারকে দুষছেন রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement