সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তানের উপর৷ ইসলামাবাদের দ্বিচারিতায় ক্রমশ ক্ষোভ বাড়ছে আন্তর্জাতিক মহলে৷ তাই আপাতত জাঁতাকলে পড়ে শান্তির বুলি আউড়ে যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ তবে রাওয়ালপিণ্ডিতে ক্রমাগত চলছে ষড়যন্ত্র৷ আইএসআই ও পাক সেনা এবার তালিবান ও জইশের সমন্বয়কে অন্য মাত্র দিতে চাইছে৷ এই যৌথ শক্তিকে ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে চাইছে পাক গোয়েন্দা সংস্থা৷ এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি রিপোর্টে৷
[লোকসভা ভোটে দাঁড়াতে প্রস্তাব, কংগ্রেস-সিপিএমকে ফেরালেন বিজয়ন]
স্বরাষ্ট্র মন্ত্রকে জমা দেওয়া গোয়েন্দাদের একটি রিপোর্টে বলা হয়েছে, জইশ-ই-মহম্মদ ও তালিবানকে যৌথভাবে ভারতের বিরুদ্ধে ‘জেহাদ’ চালানোর নির্দেশ দিয়েছে আইএসআই৷ বালাকোটে ভারতের প্রত্যাঘাতের কয়েকদিন আগেই নাকি পাকিস্তানর সুদূর মুড়ি এলাকায় তালিবান, হাক্কানি নেটওয়ার্ক ও জইশের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসে আইএসআই৷ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে পর ‘মুজাহিদ’দের কাশ্মীরে পাঠানোর কথাও নাকি সেখানে আলোচনা হয়৷ পাশাপাশি আফগানিস্তানের গণতান্ত্রিক সরকার ও ভারতের অন্য রাজ্যে যৌথভাবে হামলা চালানো নিয়ে নাকি জঙ্গিদের মদত দেওয়ার আশ্বাস দিয়েছে আইএসআই৷ জইশ জঙ্গিদের আত্মঘাতী হামলা ও গাড়িবোমা-সহ জটিল আইইডি (বিস্ফোরক) ব্যবহার করার প্রশিক্ষণ দেবে তালিবান৷ উল্লেখ্য, আফগানিস্তানে সোভিয়েত হানার সময় মুজাহিদদের একটি বড় অংশকে প্রশিক্ষণ দেয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ৷ ওই বোমা বিশেষজ্ঞ মুজাহিদদের অনেকেই এখন তালিবানে যোগ দিয়েছে৷ সেক্ষেত্রে জইশের হামলা আরও ঘাতক হয়ে উঠতে পারে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা৷
উল্লেখ্য, আফগানিস্তান থেকে ধাপে ধাপে মার্কিন সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ বর্তমান পাহাড়ি দেশটিতে রয়েছে ৭ হাজার মার্কিন সেনা৷ তালিবানের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তাঁরা৷ যদিও প্রায় এক দশকের বেশি লড়াই চললেও তালিবান জঙ্গিদের শায়েস্তা করা যায়নি৷ ফলে আপাতত আলোচনার পথেই হাঁটতে চাইছে আমেরিকা৷ কিন্তু আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরে গেলে তালিবান জঙ্গিদের কাশ্মীরের দিকে পাঠাতে সক্ষম হবে পাকিস্তান৷ সেক্ষেত্রে বিপদ বাড়বে ভারতের৷
[প্রচারে নদীপথে পাড়ি দেবেন প্রিয়াঙ্কা, উৎসাহ তুঙ্গে সমর্থকদের]
The post ভারতের বিরুদ্ধে তালিবানকে অস্ত্র করতে চাইছে আইএসআই! appeared first on Sangbad Pratidin.