shono
Advertisement

‘নিজেদের ভুলের মাশুল গুনছেন পাঞ্জাবিরা’, ফের উসকানি দেওয়ার চেষ্টা পাকিস্তানের মন্ত্রীর

যদিও তাঁর এই মন্তব্যে ভারতীয় কৃষকরা প্রভাবিত হবেন না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Posted: 10:24 AM Dec 14, 2020Updated: 10:24 AM Dec 14, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে কোনও বিক্ষোভ বা আন্দোলন হলেই খুব আনন্দ পায় প্রতিবেশী পাকিস্তান। বিভিন্নভাবে উসকানি দিয়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করে। কৃষক আন্দোলনের জেরে ভারতের রাজধানী দিল্লিতে যখন প্রবল বিক্ষোভ হচ্ছে তখনও নিজেদের মনের কামনা মেটানোর চেষ্টা করছে তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বা তাঁর মন্ত্রিসভার সদস্য ফাওয়াদ চৌধুরি, প্রত্যেকেই চেষ্টা করছেন কীভাবে বিক্ষোভকারী কৃষকদের উসকে গন্ডগোল আরও বাড়ানো যায়। আর তাই সপ্তাহখানেক আগে পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী (Fawad Chaudhry) যেভাবে টুইট করে কৃষক বিক্ষোভকে গুজরাটিদের বিরুদ্ধে পাঞ্জাবিদের লড়াই বলে চিহ্নিত করার চেষ্টা করেছিলেন। রবিবারও ফের সেই কাজ করলেন।

Advertisement

তিনি টুইট করেন, ‘ভারতে তৈরি হওয়া পরিস্থিতির জন্য গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা পাঞ্জাবিরা কষ্ট পাচ্ছেন। আসলে একসময়ে তাঁরা যে ভুল করেছিলেন আজ তারই মাশুল গুনছেন। মহারাজা রঞ্জিত সিংয়ের (Maharaja Ranjit Singh) মৃত্যুর পর থেকে পাঞ্জাবিদের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। যে পাঞ্জাবিরা একসময়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছিলেন আজ নিজেদের ভুলেই তাঁদের এই হাল।’

[আরও পড়ুন: নিউ ইয়র্কের চার্চে ক্রিসমাস কনসার্টে বন্দুকবাজের হামলা, চলল এলোপাথারি গুলি]

গত বৃহস্পতিবার প্রায় একই চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ( Imran Khan)। ভারতকে উগ্রবাদী দেশ বলে অভিহিত করে এই এলাকার গণতান্ত্রিক পরিবেশকে তারা ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেছিলেন। নয়াদিল্লির এই চেষ্টা গোটা বিশ্বের পক্ষে বড় বিপদ বলেও উল্লেখ করেন তিনি। ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘এই অঞ্চলে ভারত যেভাবে গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করার চেষ্টা করছে তার বিষয়ে আন্তর্জাতিক সংগঠনগুলিকে বারবার ওয়াকিবহাল করার চেষ্টা করেছে পাকিস্তান। তারপর মিথ্যে খবরের সংস্থা ও থিঙ্ক ট্যাঙ্কদের মাধ্যমে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে ভারত।’

[আরও পড়ুন: সন্ত্রাসে মদতের জ্বলন্ত প্রমাণ! শীর্ষ তালিবান জঙ্গির জীবনবিমা করিয়েছিল পাকিস্তানের কোম্পানি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement